মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফ্যাসিবাদের পক্ষে সম্মতি উৎপাদন না করতে গণমাধ্যমের প্রতি আহ্বান বাংলাদেশ থেকে আরও কর্মী নিয়োগে আগ্রহী ইতালি দেশের উদ্দেশে লন্ডন ছেড়েছেন খালেদা জিয়া স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ এমন হামলার ঘটনা ঘটানোর চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিতে সৌদিকে অনুরোধ ‘টেকসই উন্নয়নের জন্য কৃষি, প্রাণ-প্রকৃতি ও খাদ্য নিরাপত্তার সমন্বয় জরুরি’ খাদ্য নিরাপত্তায় জোর দিতে গিয়ে কৃষকের ক্ষতি হচ্ছে: ফরিদা আখতার অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশন দৃঢ় প্রতিজ্ঞ : সিইসি প্রধান উপদেষ্টার কাছে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

মাকে নিয়ে তারকা মেহজাবীনের সাথে ফাইভ স্টারে ডিনারের সুযোগ বিকাশ-এ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ৪ মে, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

মায়ের সাথে ম্যাজিক্যাল মোমেন্টের ছবি আর গল্প বিকাশ-এর সাথে শেয়ার করে, মাকে নিয়ে তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সাথে ফাইভ স্টার হোটেলে ডিনার এর সুযোগ পাচ্ছেন ২০ জন সন্তান। এ বছরের মা দিবস উপলক্ষে ‘মায়ের মায়ায় ম্যাজিকাল মোমেন্ট’ ক্যাম্পেইনে মা-সন্তানের চিরন্তন ভালোবাসার বন্ধনের মুহূর্ত উদযাপনে বিকাশ-এর এই আয়োজন।

১১ মে, ২০২৫ পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে অংশ নিতে বিকাশ পেমেন্টে ন্যূনতম ৫০০ টাকার কেনাকাটা করার পর বিকাশের ওয়েবসাইট বা ভেরিফায়েড ফেসবুক পেইজ-এ https://momentswithmaa.com/- ক্লিক করে মায়ের সাথে ছবি এবং গল্প আপলোড এবং সাবমিট করতে হবে।

মায়ের সাথে সন্তানের মুহূর্ত সবসময় বিশেষ। সেই বিশেষ মুহূর্ত থেকে আবার কখনও কখনও কোন মুহূর্ত হয়ে ওঠে চিরসস্মরণীয়, হয়ে ওঠে ম্যাজিক মোমেন্ট। তেমন মুহূর্ত আর গল্পকে উপস্থাপনেই এই উদ্যোগ নিয়েছে বিকাশ। পাশাপাশি ক্যাম্পেইনে অংশ নেয়া বিজয়ীদের জন্য রয়েছে মাকে নিয়ে আরো একটা ম্যাজিক মোমেন্ট তৈরি করার সুযোগ।

ওয়েবসাইটে জমা দেওয়া গল্প ও ছবির ভিত্তিতে ২০ জনকে নির্বাচিত করবেন অভিনেত্রী ও তারকা মেহজাবীন চৌধুরী। নির্বাচিতরা তাদের মা-কে সাথে নিয়ে এই তারকার সাথে ফাইভ স্টার হোটেলে ডিনারে অংশগ্রহণ করবেন। এছাড়া শর্ত পূরণ করে এই ক্যাম্পেইনে অংশ নেওয়া প্রত্যেক গ্রাহক ১০০ টাকার ডিসকাউন্ট কুপন পাবেন যা নির্দিষ্ট মার্চেন্ট শপে ন্যূনতম ১,০০০ টাকা বিকাশ পেমেন্ট করে উপভোগ করতে পারবেন তারা।

ক্যাম্পেইন এ অংশ নিতে বিকাশ এর ওয়েবসাইট বা ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লিংকে ক্লিক করে মায়ের সাথে ছবি এবং গল্প আপলোড করার সময় প্রতিযোগীর নাম এবং বিকাশ নম্বর লিখে ক্যাম্পেইনের শর্তগুলো পড়ে তা মেনে নিয়ে অগ্রসর হতে হবে।

এরপর অংশগ্রহণকারীর দেয়া ইমেইল আইডিতে একটি ওয়ান টাইম কোড পাঠানো হবে। সেই ওটিপি-টি দিয়ে সাবমিট শেষ করতে হবে। এখান থেকেই গল্পসহ ছবি ডাউনলোড বা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার সুযোগও পাবেন অংশগ্রহণকারীরা।

বিকাশ এর ফেসবুক পেইজ এবং https://www.bkash.com/campaign/mothers-day-campaign-2025 লিংক থেকে ক্যাম্পেইনের আরো বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com