মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৪:৫৩ অপরাহ্ন

ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

ফিজিওথেরাপিস্ট হয়ে নিজের নামের আগে ‘ডাক্তার’ উপাধি এবং রোগীদের প্রেসক্রিপশন দেওয়ার অভিযোগে আব্দুর রহমান নামে এক ব্যক্তিকে কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার শরীফ মো. সানজিদ জানান, শহরের হায়দার আলী ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এসময় ওই ডায়াগনস্টিক সেন্টারে আব্দুর রহমান নামে একজন ফিজিওথেরাপিস্টকে পাওয় যায়। যিনি দীর্ঘদিন ধরে নিজেই রোগীদের ওষুধ লিখে দিচ্ছিলেন।

তিনি নিজেকে ‘প্রফেসর ডা. আব্দুর রহমান’ পরিচয় দিয়ে চিকিৎসা কার্যক্রম চালাচ্ছিলেন। বিষয়টি জেলা প্রশাসককে জানালে সঙ্গে সঙ্গে জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান ঘটনাস্থলে যান। ওই ভুয়া ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com