মিয়ানমারের ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ তাফহীমুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (১৪ জুলাই) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. মাহবুবুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়। মঙ্গলবার (১৫ জুলাই) প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, মিয়ানমারের ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখায় প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ তাফহীমুল ইসলাম মিনিস্টার পদের কূটনৈতিক পদমর্যাদা ভোগ করবেন। তার স্ত্রী, সন্তান ও গৃহপরিচারিকাও সঙ্গে যেতে পারবেন।
এর আগে গত ১৩ মে ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আফতাব হোসেনকে জরুরি ভিত্তিতে দেশে ফেরার আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বাংলা৭১নিউজ/এবি