খুলনায় ট্রেন ও ট্রাকের সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকজন। ঘটনার পর থেকে সারা দেশের সঙ্গে খুলনার ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (১৪ জুলাই) রাত পৌনে ৮টার দিকে নগরীর খানজাহান আলী থানাধীন আফিল গেটে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর গেটম্যান ওহেদুল পলাতক।
মৃত্যুর তথ্য নিশ্চিত করে রাত ১০টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইমারজেন্সি মেডিকেল অফিসার (ইএমও) ডা. আশরাফ হোসেন বলেন, “এখন পর্যন্ত আহত আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আনুমানিক ৬০-৬৫ বছর বয়স্ক এক ব্যক্তি নিহত হয়েছেন। তার মরদেহ জরুরি বিভাবে রাখা আছে। তার কাছে থাকা মোবাইলে কল আসলে তার স্বজনরা হাসপাতালে আসার কথা জানিয়েছেন।”
খানজাহান আলী থানার ওসি কবির হোসেন বলেন, “দুর্ঘটনায় ট্রেনে থাকা যাত্রীদের অনেকে আহত হন। একজন বয়স্ক ব্যক্তি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মারা যাওয়া ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।”
খুলনা রেলওয়ের স্টেশন মাস্টার জাকির হোসেন বলেন, “চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেস খুলনায় আসার পথে আফিলগেট ক্রসিংয়ে দুর্ঘটনার শিকার হয়। একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে রওনা হয়েছে।”
তিনি আরো বলেন, “রাত ৯টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রার অপেক্ষায় থাকা সুন্দরবন এক্সপ্রেস কিছুটা দেরিতে যাত্রা শুরু করবে। দুর্ঘটনার পর থেকে খুলনার সঙ্গে সারা বাংলাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।”
খুলনা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম খান বলেন, “রাত পৌনে ৮টার দিকে ডাউন মহানন্দ ট্রেনটি খুলনার দিকে আসছিল। এ সময়ে একটি ট্রাক ট্রেন লাইনের ওপর উঠে গেলে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর গেটম্যান ওহেদুল পলাতক।”
বাংলা৭১নিউজ/এবি