সাফ অ-২০ নারী টুর্নামেন্টে আজ দুটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচেই ঘটেছে বিপত্তি। বাংলাদেশ-ভুটান ম্যাচ বৃষ্টির জন্য বাধাগ্রস্ত। মাঠে পানি থাকায় দ্বিতীয়ার্ধের খেলা এখনো শুরু হয়নি। বাংলাদেশ প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে রয়েছে।
বাফুফে সূত্রে জানা গেছে, প্রতিকূল পরিস্থিতির জন্য আধঘণ্টা বিলম্ব হচ্ছে। রেফারি-ম্যাচ কমিশনার আধঘণ্টা পর মাঠ পরিদর্শন করে খেলা শুরুর সিদ্ধান্ত নেবে। আন্তর্জাতিক নিয়মানুযায়ী, দুই দফা আধ ঘণ্টা বিলম্ব করা যায়। এরপর ম্যাচ আয়োজন করা না গেলে সেটার সিদ্ধান্ত টুর্নামেন্ট বা কর্তৃপক্ষের ওপর।
বসুন্ধরা কিংস অ্যারেনা টুর্নামেন্টের শুরু থেকে বৃষ্টির জন্য খেলার অনুপযুক্ত। প্রতিদিন দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। ফলে কাদা মাঠেই খেলতে হচ্ছে ফুটবলারদের। এক দিন বিরতি দিয়ে দুটি ম্যাচ হওয়ায় মাঠ প্রস্ততে যথেষ্ট সময় মিলছে না। আবার বৃষ্টির মৌসুম হওয়ায় প্রতিদিনই বৃষ্টি চলছে।
বাংলা৭১নিউজ/এসএইচ