মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন

ঢাকার রাস্তায় গ্রাফিতি হয়ে উঠছে প্রতিবাদের ভাষা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে
জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মেট্রোরেলের পিলারে আঁকা হচ্ছে গ্রাফিতি। ‘ফিরে দেখা ফ্যাসিস্ট রেজিম’ শিরোনামে ব্যতিক্রমধর্মী গ্রাফিতি অঙ্কন চলছে। স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে এ কাজ বাস্তবায়ন করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। নান্দনিক শিল্পকর্ম ও ঐতিহাসিক বার্তার সংমিশ্রণে নগরবাসী গ্রাফিতি দেখে থমকে যাচ্ছেন।

সেখানে তুলে ধরা হচ্ছে বিগত সরকারের রাষ্ট্রীয় দমনপীড়ন, বাকস্বাধীনতার কণ্ঠরোধ ও গণতান্ত্রিক অধিকার হরণের চিত্র। দেশ পরিচালনায় আবার আগামীতে কেউ যেন দানব হয়ে উঠতে না পারে তার সংকেত দেওয়া হয়েছে এ গ্রাফিতিতে।

এতে স্থান পাচ্ছে বিগত আওয়ামী লীগ সরকারের নানা অনিয়ম, জুলাই আন্দোলন, শিক্ষার্থীদের ওপর হামলা, গুলি, শেখ হাসিনার বিদেশ পলায়ন। বাদ যায়নি আওয়ামী লীগের সময়ে নানা অনিয়ম, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা, পুরান ঢাকায় বিশ্বজিৎ হত্যা, কুমিল্লায় শিক্ষার্থী তনু হত্যা, নোয়াখালীর সুবর্ণচরের ধর্ষণ, সীমান্তে ফেলানীর লাশ কাঁটাতারে ঝুলানোর দৃশ্যসহ অনেক কিছুই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গৃহবন্দি, বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন, রাতের ভোট, শাপলা চত্বরে গণহত্যা।

গুমের শিকার ব্যক্তিদের সম্ভাব্য পরিণতিতে বলা হয়েছে, জঙ্গি তকমা দেওয়া, ভারতে পাচারের পর গ্রেপ্তার এবং অল্প কিছু ভুক্তভোগীকে মুক্তি দেওয়া। সরেজমিন কারওয়ান বাজার থেকে ফার্মগেট পর্যন্ত ঘুরে দেখা গেছে, মেট্রোরেলের পিলারে চারপাশের এক পাশে শিরোনাম ও সাল।

বাকি তিন অংশে সেই বছরের বড় বড় ঘটনা। মেট্রোরেলের পিলারে তুলে ধরা হচ্ছে ফ্যাসিবাদী সময়ের গল্প। দেশের জনগণকে একটি রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের দিকে ঠেলে দেওয়ার গল্প।

এ প্রসঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘ফ্যাসিবাদের বিলোপে আগামী জুলাই, অক্টোবর, নভেম্বর মাসব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রথম ধাপে শাহবাগ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে গ্রাফিতি অঙ্কন করা হচ্ছে।

মূল থিম হচ্ছে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ফ্যাসিবাদ কীভাবে মানুষের ওপর দৈত্য হিসেবে আবির্ভাব হলো সেগুলো তুলে ধরা হচ্ছে। বিশেষ করে জুলাই আন্দোলনের সময় যে অন্যায়-নিপীড়ন চালানো হয়েছে, সেগুলো ফুটিয়ে তোলা হচ্ছে।

যাতে দেশের মানুষ সহজে ফ্যাসিবাদের চিত্র ভুলে না যায়। শাহবাগ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের জায়গায় করা হবে। মেট্রোরেলের স্টেশন যেখানে আছে সেখানে প্রদর্শনী করা হবে। ছবি-পোস্টার তুলে ধরা হবে।’

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com