মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত

নরসিংদী প্রতিনিধি:
  • আপডেট সময় সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। সোমবার (৩০ জুন) বিকেলে সদর উপজেলার দগরিয়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের গজারিয়া গ্রামের প্রবাসফেরত আমিনুল ইসলাম জজ মিয়া (৪৮) ও তার স্ত্রী আকলিমা বেগম (৪৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার সাহেপ্রতাব এলাকার একটি কলেজে ছেলের খোঁজখবর নিতে আসেন আমিনুল ইসলাম জজ মিয়া ও তার স্ত্রী আকলিমা বেগম। ছেলের সঙ্গে দেখা শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তারা। মোটরসাইকেলটি চিনিশপুর ইউনিয়নের দগরিয়া এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে তারা ছিটকে পড়েন। ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আওলাদ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

বাংলা৭১নিউজ/একেএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com