মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ন

রিকশার চাকায় গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বালুর মাঠ এলাকায় রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে মিথিলা আক্তার (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার রাতে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মিথিলা নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মদনপুর গ্রামের সাব্বির রহমানের স্ত্রী ছিল।

নিহতের স্বামী সাব্বির জানান, গতকাল রাতের দিকে রিকশায় করে তারা দুজন সোনারগাঁয়ে বাসার দিকে ফিরছিলেন। এ সময় বালুর মাঠ এলাকায় অসাবধানতাবশত রিকশার চাকায় মিথিলার ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে অচেতন হয়ে পড়ে। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানান মিথিলা আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট আনা পুলিশকে জানানো হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com