শনিবার (১০ মে) রাতে ভারতের পাঞ্জাবের অমৃতসরে জোরে সাইরেনের শব্দ শোনা গেছে। এরপরেই রোববার ভোরে (১১ মে) জেলা প্রশাসক সাক্ষী সাহনী একটি সতর্কতা জারি করেন। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, অমৃতসরে আপাতত বিদ্যুৎ সংযোগ ফিরে এসেছে। তবে ওই জেলা এখনো রেড অ্যালার্টের আওতায় রয়েছে। খবর বিবিসির।
সাধারণ মানুষকে বাড়ি-ঘর থেকে বের না হতে, নিজেদের বাড়ির ভেতরে থাকা এবং জানালা থেকে দূরে থাকার জন্য অনুরোধ করেছেন জেলা প্রশাসক।
পরিস্থিতি যখন সম্পূর্ণ নিরাপদ হবে, প্রশাসন গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত দেবে তখন স্বাভাবিক ভাবে চলাফেরার পরামর্শ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক এক বিবৃতিতে বলেন, দয়া করে আতঙ্কিত হবেন না, শান্তি বজায় রাখুন এবং প্রশাসনের সব নির্দেশাবলী অনুসরণ করুন।
গত শনিবার সন্ধ্যায় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। বেশ কয়েকদিন ধরেই দুই দেশের মধ্যে সংঘর্ষের পর অবশেষে স্বস্তি ফিরে এসেছে।
তবে যুদ্ধবিরতির মধ্যেও একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে। যুদ্ধবিরতির কথা প্রথম জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ভারতীয় সময় সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটের দিকে তিনি প্রথম এই ঘোষণা দেন। এর আধঘণ্টা পর ভারত এই যুদ্ধবিরতির কথা নিশ্চিত করে।
তবে যুদ্ধবিরতি ঘোষণার ঘণ্টা দুয়েকের মধ্যেই ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের নানা জায়গা থেকে এবং ভারতের পশ্চিম সীমান্ত বরাবর বিভিন্ন জায়গা থেকে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। ভারতনিয়ন্ত্রিত জম্মু এবং কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, যুদ্ধবিরতি তো নেই মনে হচ্ছে!
এরপর দিল্লিতে রাত ১১টার দিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলন করে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আনে। এটি ছিল শনিবার ভারতের তৃতীয় সংবাদ সম্মেলন।
তবে পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার ভারতের সঙ্গে যুদ্ধবিরতির সমঝোতা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছেন। পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলকে তিনি বলেন, পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করতে পারে না এবং তারা তা করার কথা ভাবেওনি।
বাংলা৭১নিউজ/একে