শনিবার (৯ আগস্ট) গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেছেন মন্ত্রিপরিষদ সচিব।
শনিবার (৯ আগস্ট) গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেছেন মন্ত্রিপরিষদ সচিব।
বিবৃতিতে আরো বলা হয়, কোনো প্রমাণ উপস্থাপন ছাড়াই ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম না নিয়েই এমন অভিযোগ করা দায়িত্বজ্ঞানহীনতা এবং জনআস্থার প্রতি হুমকিস্বরূপ। সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে, প্রশাসন স্বচ্ছতা, সততা এবং জবাবদিহিতার মূলনীতিতে অটল রয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, যদি আবদুস সাত্তারের কাছে কোনো অসদাচরণের বিশ্বাসযোগ্য প্রমাণ থাকে, তাহলে তাকে যথাযথ আইনগত ও তদন্তকারী কর্তৃপক্ষের কাছে তা জমা দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।
এর আগে গতকাল শুক্রবার অন্তর্বর্তী সরকারের আটজন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ নিজের কাছে রয়েছে বলে এক অনুষ্ঠানে দাবি করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। আবদুস সাত্তার বর্তমানে অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি।
বিসিএস ৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সাত্তার বলেন, আমি খুবই হতাশ।