পাকিস্তানের সেনাবাহিনী ‘তাদের সৈন্যদের সামনের দিকে নিয়ে আসছে, যা পরিস্থিতি আরও খারাপ করার আক্রমণাত্মক ইঙ্গিত দেয়’ বলে অভিযোগ করেছে ভারত। খবর বিবিসির।
শনিবার এক বিশেষ ব্রিফিংয়ে কর্নেল সোফিয়া কুরেশি এ অভিযোগ করেন। তিনি বলেন, ভারতীয় সশস্ত্র বাহিনী এখনও উচ্চ পর্যায়ের অপারেশনাল প্রস্তুতিতে রয়েছে। সব প্রতিকূল পদক্ষেপ কার্যকরভাবে প্রতিহত করা হয়েছে এবং যথাযথভাবে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
এদিন ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি জানান, পাকিস্তান ভারতের বিমানঘাঁটিগুলো লক্ষ্য করে উচ্চগতির ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ব্রিফিংয়ে নেতৃত্ব দেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি, সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি এবং ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) উইং কমান্ডার ব্যোমিকা সিং।
তারা বলেন, শুক্রবার রাতে উধমপুর, পাঠানকোট এবং বাথিন্ডায় ভারতীয় বিমান ঘাঁটিগুলিতে আক্রমণ করেছে পাকিস্তান। তবে এই হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য দেননি তারা।
এর আগে শুক্রবার মধ্যরাতে ভারতে তিনটি বিমানঘাঁটিতে হামলা করে তা ধ্বংসের কথা জানায় পাকিস্তান সেনাবাহিনী। মূলত অপারেশন ‘বুনিয়ান উন মারসুস’ পরিচালনার করে এসব হামলা করে পাকিস্তান। হামলায় ভারতের পাঞ্জাব প্রদেশের বিয়াসে থাকা একটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান।
বাংলা৭১নিউজ/এসএম