মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নারী নিহত

দিনাজপুর প্রতিনিধি:
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

দিনাজপুরে যাত্রীবাহী বাস ও ভুট্টাবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ফারহানা সুলতানা লিপি নামে একজন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ ৫ জন। সোমবার সন্ধ্যা ৭টায় দিনাজপুর-রংপুর মহাসড়কের দিনাজপুর সদরের জামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন হাবিপ্রবি ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া আহত পরীক্ষার্থীদের চারজনসহ যাত্রী,বাসের চালক। 
নিহত ফারহানা সুলতানা লিপি দিনাজপুর শহরের কালুর মোড় মির্জাপুর বাস টার্মিনাল এলাকার মাহাবুবুল হক হেলাল এর স্ত্রী।

গুরুতর আহতরা হলেন, মোঃ বাইজিদ(২১) কুড়িগ্রামের উলিপুর উপজেলার ক্ষেতরাই গ্রামের আঃ হালিমের ছেলে, মো: আদীবুন সাদ(১৮) ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের আঃ কুদ্দুসের ছেলে, মাসফি (২০) রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার হাবু গ্রামের মোফাসেলের ছেলে এবং আবু হায়াত(২১) দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের হোসেন শাহের ছেলে এবং বাসের চালক ইসমাইল হোসেন। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, দিনাজপুর থেকে রংপুরের উদ্দেশে একটি যাত্রীবাহী বাস ছেড়ে যায়। বিপরীত দিকে দশমাইল হতে ভুট্টাবোঝাই ট্রাকটি দিনাজপুর শহরের দিকে আসছিল। দিনাজপুর-রংপুর মহাসড়কের দিনাজপুর সদরের জামতলী এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে ধাক্কা দিয়ে একটি গাছে গিয়ে আঘাত করে।

এসময় স্থানীয়রা গুরুতর আহত ব্যক্তিদের আহতদের ফায়ার সার্ভিস এম্বুলেন্সে নারীসহ ৬জনকে আহত অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক এক নারীকে মৃত ঘোষণা করেন। গুরুতর ৬জনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। 

সড়ক দুর্ঘটনায় এক নারী নিহতের বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী থানার ওসি মতিউর রহমান জানান, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে। একজন নারী নিহত হয়েছে। 

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com