শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভারতে বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ বলা বন্ধের হুঁশিয়ারি মমতার বিএনপির বিবেচনায় সব হতে দেওয়া যাবে না: হাসনাত আগের দিন আর নাই, জনাব- এই প্রজন্ম ছাড় দিতে পারে ছেড়ে দেবে না শুল্ক আলোচনায় বেশ কিছু বিষয়ে একমত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮২ ফিলিস্তিনি নিহত বেশ কিছু বিষয়ে দুই দেশ একমত, কিছু বিষয় অমীমাংসিত চীন সবসময় বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হতে চায় : ওয়াং ই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা প্রশংসার দাবিদার জুলাই সনদের আগে কোনো নির্বাচন ছাত্র-জনতা মেনে নেবে না ফেনীতে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প চূড়ান্তে প্রয়োজনীয়তা জানাল মন্ত্রণালয়

রাতে মাঠে নামছেন সাকিব, ভোরে রংপুরের খেলা

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টির দ্বৈরথ শুরু হচ্ছে আজ। তিন ম্যাচ সিরিজের প্রথমটি ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০ মিনিটে মাঠে গড়াবে। একই দিনে মাঠে নামছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানও। তবে আন্তর্জাতিক ক্রিকেটে নয়, গ্লোবাল সুপার লিগ দিয়ে দেড় মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন তিনি। 

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব। সবশেষ পাকিস্তান সুপার লিগে দেখা গিয়েছিল এই তারকা ক্রিকেটারকে। এবার সব ঠিক থাকলে গ্লোবাল সুপার লিগ দিয়ে মাঠে ফিরবেন তিনি। দুবাইয়ের ফ্র্যাঞ্চাইজি দুবাই ক্যাপিটালস সাকিবকে দলে ভিড়িয়েছে। বিপিএল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের হয়ে খেলার গুঞ্জন ছিল। তবে বিরূপ পরিস্থিতিতে পড়ার শঙ্কায় সাবেক এই বাংলাদেশ অধিনায়ককে স্কোয়াডে রাখেনি রংপুর।

আজ (বৃহস্পতিবার) গ্লোবাল সুপার লিগের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের লিগ সুপার স্ম্যাশের দল সেন্ট্রাল স্ট্যাগসের বিপক্ষে মাঠে নামবে সাকিবের দুবাই ক্যাপিটালস। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। 

প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ ইনজুরিতে পড়ায় বদলি হিসেবে দুবাই ক্যাপিটালসে ডাক পান সাকিব। একাদশে সুযোগ পেলে আজ রাতেই এই টুর্নামেন্টে অভিষেক হবে টাইগার অলরাউন্ডারের। এই টুর্নামেন্টটি অংশ নিচ্ছে বৈশ্বিক টি-টোয়েন্টি প্রতিযোগিতার পাঁচটি শীর্ষ দল- গায়ানা আমাজন ওয়ারিয়ার্স, রংপুর রাইডার্স, হোবার্ট হারিকেনস একাদশ, দুবাই ক্যাপিটালস এবং সেন্ট্রাল স্ট্যাগস।

সাকিবের দলের পরবর্তী ম্যাচগুলো হোবার্ট, গায়ানা ও রংপুরের বিপক্ষে যথাক্রমে ১১, ১৪ ও ১৬ জুলাই। এদিকে, গ্লোবাল সুপার লিগের বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের অভিযান শুরু হবে আগামীকাল (শুক্রবার) বাংলাদেশ সময় ভোর ৫ টায়। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ গায়ানা আমাজন ওয়ারিয়র্স। নুরুল হাসান সোহানের নেতৃত্বে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিটির বাকি ম্যাচগুলো আগামী ১৩, ১৬ ও ১৭ জুলাই যথাক্রমে হোবার্ট, দুবাই ক্যাপিটালস ও সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে।

দুবাই ক্যাপিটালস স্কোয়াড: গুলবাদিন নাঈব (অধিনায়ক), ফারহান খান, আর্যমান ভার্মা, জিশান নাসের, রোভম্যান পাওয়েল, কলিম সানা, সাইদ শাহ, ইব্রাহিম মাসউদ, সিদ্দিকুল্লাহ অটল, কাদিম অ্যালেন, সাকিব আল হাসান, নিরোশান ডিকভেলা, জেসি বুটান, ডমিনিক ড্রেকস, জর্ডান জনসন ও কায়েস আহমদ।

খেলা দেখবেন কোথায়?

প্রতিযোগিতার ম্যাচগুলো সরাসরি সম্প্রচার হবে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশে। বাংলাদেশে দেখা যাবে বেসরকারি টেলিভিশন টি-স্পোর্টসে। এ ছাড়া অস্ট্রেলিয়ার ফক্স স্পোর্টস, ওয়েস্ট ইন্ডিজের রাশ, ইনেট, টিভিজি, এনসিএন, ভারতের সনিটিভি, নিউজিল্যান্ডের স্কাই এনজেড, শ্রীলঙ্কার সুপ্রিম টিভি ও মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার উইলোতে দেখা যাবে খেলা। পাশাপাশি ভারতের ডিজিটাল প্লাটফর্ম ফ্যানকোড ও গ্লোবাল সুপার লিগের ইউটিউব চ্যানেলে ম্যাচগুলো সম্প্রচার করা হবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com