শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভারতে বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ বলা বন্ধের হুঁশিয়ারি মমতার বিএনপির বিবেচনায় সব হতে দেওয়া যাবে না: হাসনাত আগের দিন আর নাই, জনাব- এই প্রজন্ম ছাড় দিতে পারে ছেড়ে দেবে না শুল্ক আলোচনায় বেশ কিছু বিষয়ে একমত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮২ ফিলিস্তিনি নিহত বেশ কিছু বিষয়ে দুই দেশ একমত, কিছু বিষয় অমীমাংসিত চীন সবসময় বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হতে চায় : ওয়াং ই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা প্রশংসার দাবিদার জুলাই সনদের আগে কোনো নির্বাচন ছাত্র-জনতা মেনে নেবে না ফেনীতে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প চূড়ান্তে প্রয়োজনীয়তা জানাল মন্ত্রণালয়

জুলাই শহীদদের দলীয়করণ করবেন না

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

জুলাই শহীদদের দলীয়করণ না করতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান।

শুক্রবার (১১ জুলাই) চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত জুলাই বিপ্লবে শহীদ পরিবারদের নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মাহমুদুর রহমান বলেন, হাসিনার শাসনামলে আমাকে নির্বাসিত হতে হয়েছিল। ২৪ এর জুলাইয়ে আমি হয়তো রাজপথে আন্দোলন করতে পারিনি। কিন্তু যারা আন্দোলন করেছিলেন, প্রাণ দিয়েছিলেন তাদের জন্য আজ আমি দেশে ফিরে আসতে পেরেছি। তাদের অবদানের কোনো তুলনা হয় না।

তিনি বলেন, দেশে ফেরার পর কয়েকজন শহীদ পরিবারের সদস্য আমার সঙ্গে দেখা করতে আসেন। তখনো আমার দেশ পত্রিকা প্রকাশিত হওয়া শুরু হয়নি। আমি তখন বলেছিলাম, পত্রিকা প্রকাশিত হবার পর প্রতিদিন জুলাই শহীদদের নিয়ে খবর ছাপা হবে। সে কথা আমি রেখেছি। প্রতিদিনই পত্রিকার শেষ পাতায় জুলাই শহীদের নিয়ে বিশেষভাবে খবর প্রকাশ হচ্ছে। কারণ আমার দেশ জুলাই বিপ্লবকে ধারণ করে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা যে নিজেই হত্যাকাণ্ড চালানোর নির্দেশ দিয়েছিল, তা আন্তর্জাতিক মিডিয়ায় প্রমাণিত হয়ে গেছে। এখন আর শেখ হাসিনার বিচারে আর কোনো বাধা থাকার কথা নয়। আমি আশা করবো, বর্তমান সরকার সঠিকভাবে শেখ হাসিনার বিচার কাজ সম্পন্ন করবেন। একইসঙ্গে ভারত সরকারের প্রতি আহবান জানাবো, আপনাদের কাছে আজ শেখ হাসিনা আশ্রয় নিয়ে আছে। দ্রুততম সময়ে তাকে আমাদের নিকট হস্তান্তর করুন, যাতে আমরা তার বিচার করতে পারি।

তিনি আরও বলেন, সব রাজনৈতিক দলকে বলতে চাই, দয়া করে জুলাই শহীদদের দলীয়করণ করবেন না। তারা আমাদের সন্তান। তাদের কোনো দলের মধ্যে আটকাবেন না। তারা বাংলাদেশের সম্পদ।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com