শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৫:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভারতে বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ বলা বন্ধের হুঁশিয়ারি মমতার বিএনপির বিবেচনায় সব হতে দেওয়া যাবে না: হাসনাত আগের দিন আর নাই, জনাব- এই প্রজন্ম ছাড় দিতে পারে ছেড়ে দেবে না শুল্ক আলোচনায় বেশ কিছু বিষয়ে একমত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮২ ফিলিস্তিনি নিহত বেশ কিছু বিষয়ে দুই দেশ একমত, কিছু বিষয় অমীমাংসিত চীন সবসময় বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হতে চায় : ওয়াং ই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা প্রশংসার দাবিদার জুলাই সনদের আগে কোনো নির্বাচন ছাত্র-জনতা মেনে নেবে না ফেনীতে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প চূড়ান্তে প্রয়োজনীয়তা জানাল মন্ত্রণালয়

দীপিকার ‘৮ ঘন্টা কাজ’ প্রসঙ্গ নিয়ে রাশমিকার খোঁচা!

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

কিছুদিন আগেই ৮ ঘণ্টা কাজের দাবিতে সমালোচিত হয়েছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। যদিও সেই সময় বলিউডের অনেক সহকর্মীই তাকে সমর্থন জানিয়েছিলেন। তবে দক্ষিণের নায়িকা রাশমিকা মানদানা কথায় পাওয়া গেছে সমালোচনার সুর।

ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে- রাশমিকা জানিয়েছেন, সিনেমার প্রয়োজনে ১২ ঘণ্টাও কাজ করতে পারেন তিনি। এই অভিনেত্রী মনে করেন,কাজের চুক্তিতে সই করার আগেই সিনেমার কর্মঘণ্টার বিষয়ে কথাবার্তা ঠিক করে নেওয়া উচিত।

রাশমিকা বলেন, আমি তেলেগু, কন্নড়, তামিলে কাজ করেছি। এসব জায়গায় সকাল ৯টা থেকে ৬টা পর্যন্ত কাজ করা যায়। অর্থাৎ আট ঘণ্টা কাজ করেছি। আর হিন্দি ইন্ডাস্ট্রিতে সকাল ৯ টা থেকে রাত ৯টা পর্যন্ত কাজ করতে হয়েছে।

রাশমিকা বলেছেন, বলিউডে কাজ চাপ বেশি। এমনও হয় আজ সকাল ৯টা থেকে শুরু করে পরেরদিনও কাজ চলছে। ৩৬ ঘণ্টা কাজ করার উদাহরণও আছে।

দীপিকার কর্মঘণ্টার আলোচনা শুরু হয়েছে ‘স্পিরিট’ সিনেমা ঘিরে। কয়েক মাস আগে খবর আসে ২০ কোটি রুপি পারিশ্রমিক চাওয়ায় পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা তার ‘স্পিরিট’ সিনেমা থেকে দীপিকাকে বাদ দেন। এছাড়া সিনেমার লভ্যাংশেরও ভাগ চেয়েছিলেন নায়িকা।

দীপিকার ‘অস্বাভাবিক’ দাবির কারণেই নাকি পরিচালক এই সিদ্ধান্ত নেন। এছাড়া দীপিকা নির্মাতার কাছে বলেছিলেন, তিনি আট ঘণ্টা কাজ করবেন, এর বাইরে নয়। এছাড়া তেলেগু ভাষায় সংলাপ বলতে অস্বীকৃতি জানিয়েছিলেন তিনি।

‘স্পিরিট’ থেকে দীপিকার বাদ পড়ার ঘটনা নিয়ে বলিউডে এর পর শুরু হয় বিতর্ক। এক সাক্ষৎকারে অভিনেত্রী কাজলও বলেন, মা হওয়ার পর তিনিও নির্দিষ্ট কর্মঘণ্টার বাইরে কাজ করতে চাননি। এ সিদ্ধান্তে কাজল তার তার মা আভিনেত্রী তনুজার সমর্থন পেয়েছিলেন বলে জানিয়েছেন।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com