সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পুলিশ কর্মকর্তা হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড চৌদ্দগ্রামের তিন মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি ৩ আগস্ট শহীদ মিনারে নতুন বাংলাদেশ গড়ার রূপরেখা ঘোষণা ‘ক্লাইমেট চেঞ্জ ট্রাস্টকে শক্তিশালী করতে ১০ বছরের প্ল্যান প্রণয়ন করা হবে’ নিরাপদ খাদ্যের অভাবে রপ্তানির সুযোগ কাজে লাগছে না: খাদ্য উপদেষ্টা রাষ্ট্র সংস্কারের সব বিষয়ে আমরা একমত হবো না: আলী রীয়াজ অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত নীতির ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে: প্রেসসচিব কারিগরি শিক্ষার কোনও বিকল্প নেই: শিক্ষা উপদেষ্টা কেন ‘জুলাই’ অনিবার্য হয়ে উঠেছিল, জানালেন আসিফ মাহমুদ ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্যদিয়ে দেশে গণতন্ত্র ফিরবে : মির্জা ফখরুল

‘দীপিকার সঙ্গে দেখা হলে অস্বস্তি হয়’

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। বিশেষ করে যখন দুই জনপ্রিয় তারকার মধ্যে মান-অভিমানের গুঞ্জন ওঠে, তখন তা রীতিমতো আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। 

এমনই এক আলোচিত সম্পর্ক হলো দীপিকা পাড়ুকোন এবং আনুশকা শর্মার। দু’জনেই বলিউডের প্রথম সারির অভিনেত্রী এবং তাদের ক্যারিয়ারের পথচলা প্রায় একই সময়ে শুরু হয়েছিল। দীপিকার অভিষেক ২০০৭ সালে আর আনুশকার ২০০৮ সালে। ভক্তদের মাঝে এই দুই অভিনেত্রীকে নিয়ে প্রায়শই তুলনা চলে।

তবে এই আলোচনা কেবল তুলনার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। একসময় আনুশকা নিজেই একটি চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছিলেন, যা আজও বলিউড মহলে চর্চার বিষয়। তিনি জানিয়েছিলেন, কেন দীপিকার সঙ্গে দেখা হলে তার অস্বস্তি লাগে।

ঘটনাটি ঘটেছিল রাজীব মাসান্দের সঙ্গে একটি গোলটেবিল বৈঠকে। সেখানে আনুশকা শর্মা, দীপিকা পাড়ুকোন এবং রিচা চাড্ডাও উপস্থিত ছিলেন। এই বৈঠকেই আনুশকা তার এবং দীপিকার মধ্যকার অস্বস্তিকর সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেন।

আনুশকা স্পষ্ট করে বলেছিলেন, ‘দীপিকা আর আমার একে অপরের সঙ্গে ঝগড়া করার কথা বা আমাদের বনিবনা হচ্ছে না এমনটা হওয়ার কোনো কারণ নেই। তার সঙ্গে আমার কখনো ঝগড়া হয়নি।’

তাহলে এই অস্বস্তির কারণ কী? আনুশকা নিজেই ব্যাখ্যা দেন, ‘এই ধরনের কিছু কেন হবে? জানো কী আমরা একই কলেজে পড়েছি। আমরা একই শহর থেকে এসেছি। আমাদের একটা ইতিহাস আছে। আসলে বাইরে লোক যখন এসব নিয়ে বেশি কথা বলে আলোচনা করে তখনই সমস্যা তৈরি হয়। সেই সময়ে যখন একে অপরের সঙ্গে দেখা হয় তখন একটা অস্বস্তি হয়।’

প্রসঙ্গত, এই দুই অভিনেত্রীর সম্পর্ক ঘিরে গসিপের প্রধান কারণ ছিলেন রণবীর সিং। ২০১০ সালে রণবীরের সঙ্গে ‘ব্যান্ড বাজা বারাত’ ছবিতে অভিনয় করেছিলেন আনুশকা। সেই সময় থেকেই গুঞ্জন ওঠে যে, তারা দু’জন প্রেম করছেন। যদিও এই সম্পর্ক নিয়ে রণবীর বা আনুশকা কেউই কখনো প্রকাশ্যে স্বীকার করেননি। 

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com