বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জড়িতদের শাস্তির আওতায় আনবো, না হলে চলে যাবো: স্বরাষ্ট্র উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার কর্মপরিকল্পনা চূড়ান্ত করার তাগিদ দেশে ১০০ মিনি হিমাগার তৈরি হবে: কৃষি উপদেষ্টা ‘অধিকার আদায়ে তরুণদের আর যেন জীবন দিতে না হয়’ মামলার আগে নাম না দেওয়ার জন্য, পরে নাম কাটানোর জন্য টাকা নেওয়া হয় খুনিকে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, বলছেন আ’লীগের বিচার করবেন? ভারত-পাকিস্তানকে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতের গর্বের ৫টি যুদ্ধবিমান এখন কেবল ছাই আর ধ্বংসস্তূপ: শেহবাজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী আজ মধ্যরাতে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

জামায়াতে যোগ দেওয়া নেতাকে বহিষ্কার করলো ছাত্রদল

শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শেরপুর জেলা ছাত্রদলের শ্রীবরদী উপজেলার দুই নেতাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত দুইজনের মধ্যে মো. আব্দুল মুন্নাফ শুক্রবার (১৮ এপ্রিল) রাতে নিজের ফেসবুকে ছাত্রদল থেকে পদত্যাগের ঘোষণার কথা পোস্ট দিয়ে জামায়াতে ইসলামীতে যোগ দেন।

এ ঘটনার পর শনিবার (১৯ এপ্রিল) জেলা ছাত্রদলের সভাপতি নিয়ামুল হাসান আনন্দ ও সাধারণ সম্পাদক মো. নাইম হাসান উজ্জ্বল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

এতে উল্লেখ করা হয়েছে, জাতীয়তাবাদী ছাত্রদল শেরপুর জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শ্রীবরদী পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সুন্দর আলী ও শ্রীবরদী উপজেলার ৯ নম্বর কুড়িকাহনিয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল মুন্নাফকে ছাত্রদলের প্রাথমিক সদস্য পদসহ সাংগঠনিক সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে ও দলীয় নীতিমালার প্রতি সম্মান জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে শুক্রবার রাতে শ্রীবরদী পৌর এলাকার বাহার বাজারে পৌর জামায়াতে ইসলামীর এক সাধারণ সভায় অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেন মো. আব্দুল মুন্নাফ। শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমানের কাছে দলের সমর্থক ফরম পূরণ করেন তিনি। এসময় আব্দুল মুন্নাফকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।

জামায়াতে যোগ দিয়ে আব্দুল মুন্নাফ বলেন, দীর্ঘদিন বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত থেকে ছাত্রদলের রাজনীতি করেছি। জামায়াতের নীতি ও আদর্শ আমার কাছে ভালো লাগায় জামায়াতে যোগদান করলাম।

যোগদানের আগে আব্দুল মুন্নাফ ছাত্রদলের শ্রীবরদী উপজেলা শাখা বরাবর পদত্যাগপত্র জমা দেন। সে পদত্যাগপত্র নিজের ফেসবুকে পোস্ট করে তিনি লিখেন,আমি আব্দুল মুন্নাফ কুড়িকাহনিয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্বরত আছি।

আমার দীর্ঘদিনের রাজনৈতিক অধ্যয়নে আমি এ সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, একজন মুসলমান তথা সব বিবেক সম্পন্ন মানুষের মাঝে কোনো সুনির্দিষ্ট ব্যক্তির পরিবর্তে রাসূল (সা.) এর জীবনাদর্শ অনুস্মরণ করাটা হচ্ছে অধিকতর উত্তম। এ অবস্থায় জামায়াতে ইসলামীতে যোগদানপূর্বক আমি জাতীয়তাবাদী ছাত্রদল কুড়িকাহনীয়া ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব থেকে স্বেচ্ছায় সজ্ঞানে পদত্যাগ করলাম।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com