গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসানের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে চালক আহত হয়েছেন। বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কংসুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্র জানায়, সকালে নিরাপত্তা টহল দিতে বের হন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান। এসময় তিনি উপজেলার কংসুর এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার গাড়ির গতিরোধ করে হামলা চালায়। এতে নির্বাহী কর্মকর্তার গাড়িচালক আহত হন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার নিরাপদ অবস্থানে নিয়ে যান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসান বলেন, ‘হামলা চালিয়ে আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে। হামলায় চালক আহত হয়েছেন। পুলিশের সহায়তায় আমরা নিরাপদ চলে আসতে সক্ষম হই।’
এর আগে সকালে সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খাটিয়াঘর এলাকায় পুলিশের গাড়িতে হামলা করে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এসময় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।
বাংলা৭১নিউজ/এসএইচ