বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৯:১৯ অপরাহ্ন

এবার লক্ষ্য সংসদ ভবন : নাহিদ ইসলাম

বরিশাল প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন, এবার লক্ষ্য সংসদ ভবন। বরিশালবাসীকে সাথে নিয়ে আমরা সে বিজয় অর্জন করবো। আমরা রাজনৈতিক সহিংসতা মুক্ত বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতি দেখতে চেয়েছিলাম। বাংলাদেশকে চাঁদাবাজ, দুর্নীতি ও সন্ত্রাসী মুক্ত করেই ঘরে ফিরবো।

মঙ্গলবার রাত ৯টায় মহানগরীর ফজলুল হক এভিনিউতে বরিশাল জেলা ও মহানগর জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ‘বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষে’ পথসভায় নাহিদ ইসলাম বক্তব্য রাখছিলেন।

নাহিদ ইসলাম নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না বলে অভিযোগ করে বলেন, কমিশনকে দলীয়করন করা হয়েছে । খুনী ফ্যাসিবাদের প্রতীক এখনো তালিকায় রয়েছে। নির্বাচন কমিশনের ইনটেনশন ভালো না। তিনি হুশিয়ারী উচ্চারন করে বলেন, বাংলাদেশের জনগনকে বোকা বানানো যাবে না।

নাহিদ ইসলাম জুলাই ঘোষনাপত্র এবং সনদ আদায়ের লক্ষ্য ৩ আগস্ট ঢাকায় মহাসমাবেশে বরিশাল সহ দেশবাসীর সমস্যা সমাধানের ইস্তেহার ঘোষনার কথাও জানান। তিনি বলেন, গণঅভ্যুত্থানের পরে বলেছি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে হবে। চাঁদাবাজ সন্ত্রাস এবং বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। কিন্তু আমরা দেখছি রাজনৈতিক দলগুলোর হাতে রক্তের দাগ লেগে রয়েছে।

এ সময় নাহিদ ইসলাম বরিশালের স্বাস্থ্য সেবা থেকে শুরু করে নদী ভাঙ্গনে সমস্যা তুলে ধরে তা সমাধানের সকলকে এগিয়ে আসারও আহ্বান জানান।

সভায় জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহ আয়াওমী লীগকে ইঙ্গিত করে বলেন, আমরা যখন ভোট চোর বলতাম তখন একটি দল মাইন্ড করতো। তিনি বিএনপিকে ইঙ্গিত করে বলেন, এখন চাঁদাবাজ ও টেন্ডারবাজ বললে তাদের গায়ে লাগে।

ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদদের উদ্দেশ্যে হাসানাত বলেন, আপনারা জনগনকে চেনেন না। জনগনের মনস্তাত্তিক পরিবর্তন হয়েছে। তারা আর কোন গোলামী চায় না। তারা গনতন্ত্রের মানস কন্যা দেখেছে, তারা আর গনতন্ত্রের মানস পুত্র দেখতে চায় না।

পথসভায় এনসিপি’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ছঅড়াও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব ডা: তাসনিম জারা, যুগ্ম মুখ্য সংগঠক ডা: মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে নগরীর কালিবাড়ি রোড এলাকা থেকে বের হওয়া পদযাত্রার নেতৃত্ব দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। পদযাত্রাটি ফজলুল হক এভিনিউ পথসভাস্থলে এসে শেষ হয়।

গত কয়েকদিনে এনসিপি দক্ষিণাঞ্চলের ৬টি জেলার পদযাত্রা মঙ্গলবার রাতে বরিশাল মহানগরীতে এসে শেষ হয়। মঙ্গলবার দ্বীপজেলা ভোলা থেকে বিভাগের শেষ দিনের পদযাত্রা শুরু হয়ে বিভাগীয় সদর বরিশারল এসে পথসভার মাধ্যমে শেষ হল। গভীর রাত পযর্ন্ত এ পথ সভায় উৎসুক জনতার উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com