বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-চীনের সাংস্কৃতিক বন্ধন নতুন উদ্যম সৃষ্টি করবে: সংস্কৃতি উপদেষ্টা ৬০ টাকা কেজির চাল খাদ্যবান্ধবে ১৫ টাকায় পাওয়া যাবে : খাদ্য উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে মালয়েশিয়ার শীর্ষ ব্যবসায়ী বুকহারির সাক্ষাৎ কোনো ব্যক্তি বা দলের কথায় নির্বাচন বন্ধ হবে না : অর্থ উপদেষ্টা জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে আমরা প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিলো ইউকেএম ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে পুতিন ও কিমের ফোনালাপ ১৭ আগস্ট অবসর! বিতর্কিত পানি সচিবকে নিয়ে সরকার কেন এতটা পথ হাঁটলো? তরুণদের সামরিক ট্রেনিং করাতে হবে : নাহিদ ইসলাম ভোট দিলে ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে: তারেক রহমান

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন লি জ্য মিউং

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

দক্ষিণ কোরিয়ায় শেষ হয়েছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। স্থানীয় সময় সকাল ছয়টায় ভোট শুরু হয়ে রাত আটটায় (বাংলাদেশ সময় বিকাল পাঁচটায়) ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে ভোটগণনা শুরু হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যেই ফলাফল জানা যাবে। 

এবারের নির্বাচনে জয় পেতে যাচ্ছেন ৬১ বছর বয়সি বামপন্থি ডেমোক্রেটিক পার্টির প্রার্থী লি জ্য মিউং। বুথফেরত জরিপের তথ্য বলছে, তিনি ৫১.৭% ভোটে জয় পেতে পারেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পাওয়ার পার্টির প্রার্থী কিম মুন সু ৩৯.৩% ভোট পেতে পারেন। দেশটির বড় তিনটি সম্প্রচার মাধ্যম এ জরিপ প্রকাশ করেছে। খবর এএফপির। 

এদিকে দেশটির ২১তম প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণে এক অভূতপূর্ব চিত্র দেখা গেছে। ভোটারের উপস্থিতি ছিল ব্যাপক। বিকাল চারটা পর্যন্ত ভোটদানের হার ৭৭.৮% ছাড়িয়ে গেছে। অথচ ২০২২ সালের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে মোট ভোটদানের হার ছিল ৭৭ শতাংশ। 

ভোটার বেশি হওয়ায় দেশটির বিভিন্ন অঞ্চলে চিরাচরিত ভোটকেন্দ্রের বাইরেও বেসবল স্টেডিয়াম, বারবিকিউ রেস্তোরাঁ এবং গাড়ি বিক্রির শোরুমের মতো বিচিত্র স্থানে ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার জাতীয় নির্বাচন কমিশনের (এনইসি) তথ্য অনুযায়ী, এবারের প্রেসিডেন্ট নির্বাচনে রেকর্ড সংখ্যক ৪ কোটি ৪৩ লাখ ৯১ হাজার ৮৭১ জন—ভোটার নিবন্ধিত হয়েছেন, যার মধ্যে ২ লাখ ৫৮ হাজার ২৫৪ জন প্রবাসী ভোটার।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com