বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০২:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-চীনের সাংস্কৃতিক বন্ধন নতুন উদ্যম সৃষ্টি করবে: সংস্কৃতি উপদেষ্টা ৬০ টাকা কেজির চাল খাদ্যবান্ধবে ১৫ টাকায় পাওয়া যাবে : খাদ্য উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে মালয়েশিয়ার শীর্ষ ব্যবসায়ী বুকহারির সাক্ষাৎ কোনো ব্যক্তি বা দলের কথায় নির্বাচন বন্ধ হবে না : অর্থ উপদেষ্টা জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে আমরা প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিলো ইউকেএম ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে পুতিন ও কিমের ফোনালাপ ১৭ আগস্ট অবসর! বিতর্কিত পানি সচিবকে নিয়ে সরকার কেন এতটা পথ হাঁটলো? তরুণদের সামরিক ট্রেনিং করাতে হবে : নাহিদ ইসলাম ভোট দিলে ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে: তারেক রহমান

ঈদুল আযহা উপলক্ষে লেবানন সীমান্ত খুলে দিল সিরিয়া

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

ঈদুল আযহা উপলক্ষে ভ্রমণ ও পারিবারিক পুনর্মিলনের সুযোগ করে দিতে লেবাননের সঙ্গে সংযোগকারী আল-আরিদা সীমান্ত ক্রসিং পুনরায় খুলে দিয়েছে সিরিয়া। দীর্ঘ কয়েক মাস বন্ধ থাকার পর এ সীমান্তপথ চালুর ঘোষণা দিয়েছে দেশটির ভূমি ও সমুদ্র বন্দর কর্তৃপক্ষ। 

২০২৪ সালের নভেম্বরে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলি বিমান হামলার কারণে সীমান্তটি বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন তা সীমিত আকারে চালু করা হলেও, এটি দুই দেশের মধ্যে জনসাধারণের চলাচল ও বাণিজ্যিক যোগাযোগ পুনরুজ্জীবনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সিরিয়ার ভূমি ও সমুদ্র বন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, রিফ তারতুস অঞ্চলে অবস্থিত এই সীমান্ত ক্রসিংটি আবার চালু হচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে, চলমান সংস্কার ও মেরামত কাজ চললেও ঈদুল আযহাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে সীমান্তে কর্মকর্তা নিয়োজিত থাকবেন, যাতে যাত্রী চলাচল নির্বিঘ্ন হয়।

উল্লেখ্য, আল-আরিদা সীমান্তটি লেবাননের উত্তর সীমান্তে অবস্থিত এবং এটি ত্রিপোলি ও তারতুস বন্দরের মধ্যে সংযোগ স্থাপন করে।

২০২৪ সালের ২৭ নভেম্বর ইসরাইলি যুদ্ধবিমান এই সীমান্তে হামলা চালায়। সিরিয়ার কর্তৃপক্ষ ধ্বংসাবশেষ সরিয়ে সীমান্ত পুনরায় সচল করার ১০ দিনের মাথায় আবারও হামলা হয়, ফলে এটি স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়।

তবে এখন বহু সিরিয়ান পরিবার, যারা লেবাননে পালিয়ে গিয়েছিল, তারা নিজ নিজ গ্রামে ফিরে যেতে শুরু করেছে। পাশাপাশি, বৈধ সীমান্তপথে সিরিয়া-লেবাননের মধ্যে স্থলভিত্তিক পর্যটনও আবার সচল হয়েছে।

সিরিয়া ও লেবাননের মধ্যে পাঁচটি বৈধ সীমান্তপথ রয়েছে, যার মধ্যে দামেস্কের সবচেয়ে কাছের হচ্ছে মাসনাআ ক্রসিং এবং রিফ দিমাশ্ক গভর্নোরেটের জদাইদেত ইয়াবুস ক্রসিং

এছাড়াও রয়েছে আবুদিয়েহ ক্রসিং, যা সিরিয়ার দাবুসিয়েহ গ্রাম পেরিয়ে ৪৫ কিলোমিটার দীর্ঘ একটি সেতুতে অবস্থিত, এবং জুসিয়েহ ক্রসিং, যা রিফ হোমসের কুসাইর অঞ্চলে এবং হোমস শহর থেকে ৪০ কিমি দূরে, উত্তর বেকা উপত্যকা থেকে প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত হয়।

ওয়াদি খালেদ এলাকায় অবস্থিত তলকালাখ ক্রসিংটি রিফ হোমসের পশ্চিম সীমান্তের সঙ্গে সংযুক্ত এবং আল-আরিদার সঙ্গেও সম্পর্কযুক্ত। এটি মূলত পণ্য পরিবহন, যেমন সিরিয়া থেকে ফসফেট ও বালু এবং লেবানন থেকে অন্য পণ্য আনার কাজে ব্যবহৃত হতো।

সিরিয়া ও লেবাননের কর্তৃপক্ষ সীমান্ত ব্যবস্থাপনা ও অবৈধ রুট বন্ধ করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। তবু, পার্বত্য সীমান্ত অঞ্চলজুড়ে আবারও চোরাচালান সক্রিয় হয়ে উঠেছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com