সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, আপনারা যদি জুলাই আন্দোলনের দিকে তাকান, তাহলে দেখবেন নজরুল কীভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছিলেন। দেয়ালের লেখনীতে দেখবেন নজরুলের কবিতা-গান কীভাবে ব্যবহৃত হয়েছিল।
রবিবার কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। এর আগে তিনি চেতনায় নজরুল স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান।
সংস্কৃতি উপদেষ্টা বলেন, নজরুলকে জানতে এখন একটা বিশেষ সময় এসেছে। ৫ আগস্টের পরে আমরা একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছি। এটি একটি শিল্পের শক্তি যে আজ থেকে ১০০ বছর আগে তিনি কোথায় বসে গান-কবিতা লিখেছেন; উনি তখনও জানতেন না বাংলাদেশের মানুষের কাছে তার গান ও কবিতা অবলম্বন হয়ে উঠবে। আর এর ওপরে অবলম্বন করে তারা একটি বড় গণঅভ্যুত্থান পরিচালনা করবে। শিল্পের শক্তি নজরুলের শক্তি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নজরুলের স্মৃতি অবহেলিত। আমি জানি, কিন্তু আমরা স্মৃতি রক্ষা শুরু করি, কিন্তু স্মৃতি সংরক্ষণ করি না। এটি আমাদের খারাপ দিক। তবে আমাদের সুনজর রয়েছে।
তিনি আরও বলেন, কুমিল্লায় নজরুলের অনেক স্মৃতি বিলীন হয়ে যাচ্ছে। আমাদের কম সময়ে আমরা তা সংরক্ষণের উদ্যােগ নিয়েছি।
বাংলা৭১নিউজ/এসএইচ