বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০২:২৫ পূর্বাহ্ন

হিলিতে সপ্তাহের ব্যবধানে কেজিতে পেঁয়াজে দাম বেড়েছে ২০ টাকা

দিনাজপুর প্রতিনিধি:
  • আপডেট সময় শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুর হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১৫ থেকে ২০ টাকা। প্রকার ভেদে ২৮ থেকে ৩০ টাকা কেজি দরের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা কেজি হিসেবে। দেশের বড় বড় ব্যবসায়ীরা পেঁয়াজ মজুদ শুরু করায় দাম বৃদ্ধি পাচ্ছে বলছেন ব্যবসায়ীরা। এদিকে হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। 

হিলি পেঁয়াজ বাজার ঘুরে জানা যায়, গত এক সপ্তাহ আগে খুচরা বাজারে যে পেঁয়াজ বিক্রি হয়েছিল ২৮ থেকে ৩০ টাকা কেজি দরে, আজ সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা কেজি হিসেবে। 

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা গোলাম রাব্বানী বলেন, এক সপ্তাহ আগে মাত্র ৩০ টাকা কেজিতে কিনে নিয়ে গেছি। আজ সেই পেঁয়াজ ৫০ টাকা কেজি কিনতে হলো। হঠাৎ পেঁয়াজ কোথায় সংকট পড়ল যে কেজিতে ২০ টাকা বাড়ল?

আরেক পেঁয়াজ ক্রেতা সবুজ ইসলাম বলেন, পুরো রমজান মাসজুড়ে পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম ছিল স্বাভাবিক। কিন্তু গত ৩ দিনে হঠাৎ করে চাল তেল পেঁয়াজ ও রসুনের দাম বাড়ায় আমরা হতাশ, কিন্তু প্রশাসন কিছুই করছে না।

পেঁয়াজ ক্রেতা হাবিবুর রহমান বলেন, শুনেছি এবার দেশে প্রচুর পেঁয়াজের আবাদ হয়েছে। গত রমজান মাসেও পেঁয়াজের দাম বাড়েনি। তাহলে এখন কেন দাম বাড়বে। আমার মনে হয় এসব ব্যবসায়ীদের কারসাজি। প্রশাসন প্রতিনিয়ত বাজার মনিটরিং করলে দাম স্বাভাবিক থাকবে।

হিলি বাজারে পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, মোকামে পেঁয়াজের দাম হঠাৎ বাড়ায় ক্রেতাদের সঙ্গে আমরাও বিপাকে পড়েছি। মোকামে আমরা পেঁয়াজ কিনতে পাত্তাই পাচ্ছি না। কেননা বড় বড় ব্যবসায়ীরা পেঁয়াজ মজুদ করার লক্ষ্যে তারা বর্তমানে ৪৮ থেকে ৫০ টাকা কেজি হিসেবে পেঁয়াজ কিনছে। তাদের কারণে আমরাও ওই দামে পাইকারি কিনছি।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com