বান্দরবানের লামা উপজেলায় আবুল খায়ের টোব্যাকো কোম্পানির অফিস থেকে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার মূল মাস্টারমাইন্ড করিমকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গত ৯ মে ঘটে যাওয়া ডাকাতির ঘটনায় আবুল খায়ের টোব্যাকো কোম্পানির অফিস থেকে ডাকাতরা প্রায় ১ কোটি ৭২ লাখ ৭৫ হাজার ৬৩৮ টাকা লুট করে। পরে বান্দরবান জেলা পুলিশ ও লামা থানা পুলিশের বেশ কয়েকটি টিম এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা উদ্ধার অভিযানে নামেন।
সর্বশেষ বৃহস্পতিবার (২২ মে) চাঞ্চল্যকর এই ডাকাতির মূলহোতা বা মাস্টারমাইন্ড করিমকে গ্রেপ্তার করে জেলা পুলিশের বিশেষ টিম। এছাড়া অভিযানে নগদ ৭০ হাজার টাকা, ডাকাতিতে ব্যবহৃত অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে।
জেলা পুলিশের অভিযানে এই পর্যন্ত মোট ডাকাতির ৫২ লাখ ৫৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন।
স্থানীয় সাংবাদিকদের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম প্রেস ব্রিফিংয়ে জানান, লামা আবুল খায়ের টোব্যাকো কোম্পানি লিমিটেডের টাকা ডাকাতির ঘটনায় বৃহস্পতিবার দিনব্যাপী লামা পৌরসভার বিভিন্নস্থানে অভিযান চালানো হয়। বিকেল ৫টায় ডাকাতির ঘটনার মাস্টারমাইন্ড আব্দুল করিমের বাড়ির পাশ থেকে তার দেওয়া তথ্য মতে মাটি খুঁড়ে ৩টি আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড তাজা বুলেট, ধারালো ছুরি, লোহা কাটা কাটার ও নগদ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা গোয়েন্দা শাখার প্রধান কামরুল আজম, লামা থানা পুলিশের পুলিশ পরিদর্শক (তদন্ত) এনামুল হক, উপ-পরিদর্শক নুরুজ্জামান।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আজ শুক্রবার দুপুরে চাঞ্চল্যকর এই ডাকাতির সর্বশেষ অগ্রগতি সাংবাদিকদের কাছে তুলে ধরতে প্রেস কনফারেন্স করবেন বান্দরবান জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাউছার।
বাংলা৭১নিউজ/এসএইচ