ময়মনসিংহের নান্দাইলে বজ্রপাতে হাসনা বেগম (২০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামের ফসলি মাঠে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া হাসনা বেগম একই গ্রামের কৃষক মো. নূরুল হকের মেয়ে। গত ১০ মাস আগে তার বিয়ে হয়।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুপুর ২টার দিকে বাড়ির পাশে একটি ফসলি জমিতে ধান কাটছিল নূরুল হক। এ সময় হঠাৎ মুষলধারে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ অবস্থায় বাড়ি থেকে পলিথিন কাগজ নিয়ে বাবার কাছে যাচ্ছিল মেয়ে হাসনা বেগম। এ সময় বজ্রপাতে জ্ঞান হয়ে মাটিতে পড়েন। পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।
বাংলা৭১নিউজ/এসএইচ