শনিবার, ১৭ মে ২০২৫, ০৫:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
একের পর এক বাস নিয়ে কাকরাইলে আসছেন জবির সাবেক-বর্তমান শিক্ষার্থীরা কাতারের বিমান উপহার: ট্রাম্পের সমালোচনা করছেন তার সমর্থকরাও ভুল হলে তা থেকে শিক্ষাগ্রহণ করে আমরা এগোতে চাই তৃতীয় দিনের মতো কাকরাইলে চলছে জবির আন্দোলন একদিনে ১৪৩ ফিলিস্তিনিকে হত্যা, নিহত ৫৩ হাজার ছাড়ালো আওয়ামী লীগ নির্বাচন থেকে বাদ পড়ায় কাদের সুবিধা হলো গণমাধ্যমের স্বাধীনতার প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব কাতারের সঙ্গে লাখো কোটি ডলারের চুক্তির পর আমিরাত যাচ্ছেন ট্রাম্প বারবার যেন দেশে ফ্যাসিবাদের উত্থান না ঘটে : আলী রীয়াজ ই-জিপি’র ১০০ শতাংশ কাভারেজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

যমুনায় বিলীন হওয়ার পথে ৯ গ্রাম

সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

যমুনা নদীর ভাঙনে বিলীন হওয়ার পথে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তিন ইউনিয়নের ৯টি গ্রাম। এরই মধ্যে এসব গ্রামের অধিকাংশ ফসলি জমি, বাড়িঘর, মসজিদ, মাদরাসা ও শিক্ষাপ্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো সময় পুরো গ্রাম বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

বুধবার (১৪ মে) স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, এক মাস ধরে ভাঙন শুরু হলেও সম্প্রতি ভাঙন ব্যাপক আকার ধারণ করেছে। নদীর ভাঙনে আশপাশে অর্ধশত বসতঘর ও বিস্তীর্ণ জনপথ বিলীন হয়ে গেছে। লোকজন বসতভিটা ভেঙে নিয়ে অন্য জায়গায় আশ্রয় নিচ্ছে।

ভাঙনকবলিত গ্রামগুলো হলো- উপজেলার কৈজুরি ইউনিয়নের চরঠুটিয়া, সোনাতনী ইউনিয়নের মাকড়া, ধীতপুর, কুড়সী, বারপাখিয়া, বড় চামতারা, বানতিয়ার, গালা ইউনিয়নের বৃ-হাতকোড়া ও মোহনপুর গ্রাম।

ধীতপুর গ্রামের ৭০ ঊর্ধ্ব কালু মোল্লা বলেন, এবার চরে পটল, বেগুন, ধান, বাদাম, মাষকালাই, বাঙ্গী, সবজি ও ধনিয়াসহ বিভিন্ন ধরনের ফসল ফলানো হয়েছিল। সব পানিতে ডুবে গেছে। ১৯৮৮ সাল থেকে ভাঙা শুরু হয়ে ১১ বার ভাঙলো। ২০২৫ সালেও বাড়িঘর ও ফসলি জমি নদীতে চলে গেছে। এখন কোথায় যাবো, সেটা নিয়ে দুশ্চিন্তায় আছি।

একই গ্রামের ৬৫ বছরের মনোয়ারা বেগম বলেন, এ পর্যন্ত ১৪ বার বসতভিটা ছাড়া হলাম। সব কিছু যমুনায় বিলীন হয়েছে।

সোনাতনী ইউনিয়নের মাকড়া গ্রামের রজিনা খাতুন বলেন, বালুমাটিতে এবার সোনার মতোই ফসল হয়েছিল। কিন্তু ভাঙনের কবলে পড়ে সবকিছু নদীতে চলে গেছে। অথচ এই ফসল ছিল আমাদের স্বপ্ন। এখন আমরা কই যাবো, কি খাবো?

কৃষক আব্দুর রহমান বলেন, গত এক বছরে সোনাতনী ইউনিয়নের শ্রীপুর থেকে বারোপাখিয়া পর্যন্ত ৫-৬টি গ্রামের প্রায় তিন শতাধিক বাড়িঘর নদীতে চলে গেছে। তবুও ভাঙনরোধে কোনো বাঁধ নির্মাণের উদ্যোগ নেয়নি পাউবো।

কুরসী গ্রামের নজরুল ইসলাম বলেন, যমুনা নদীর ভাঙনে কুরসী গরুর হাট, মসজিদ, মাদরাসা, বাড়িঘর ও ফসলি জমি সবকিছু বিলীন হয়ে যাচ্ছে। এই ভাঙন রোধ করা না গেলে অসহায় হয়ে পড়বে মানুষ।

শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা জেরিন আহমেদ জানান, ৬ বছরে উপজেলার তিনটি ইউনিয়নের প্রায় ২৮০ হেক্টর ফসলি জমি যমুনা নদীগর্ভে চলে গেছে। আবার নতুন করে যেসব ফসলি জমি ভেঙে যাচ্ছে, সেসব জমির মালিক বড় ক্ষতির মধ্যে পড়ছেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুজ্জামান বলেন, ভাঙ্গন এলাকা পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও পাউবোর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com