সোমবার, ১২ মে ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন

বার্লিন গেলেন পররাষ্ট্র উপদেষ্টা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় সোমবার, ১২ মে, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

জাতিসংঘের শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের দুই দিনব্যাপী বৈঠক আগামীকাল মঙ্গলবার (১৩ মে) জার্মানির বার্লিনে শুরু হচ্ছে। বৈঠকে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বার্লিনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

সোমবার (১২ মে) সকালে তিনি জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ১৩-১৪ মে বার্লিনে জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র উপদেষ্টা। 

মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা জানান, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ একসময় শীর্ষ দেশ ছিল। বর্তমানে আমাদের অবস্থান তৃতীয়। নেপাল ও রুয়ান্ডা বর্তমানে প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে। উপদেষ্টা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান, বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরবেন।

চলতি বছরের এপ্রিলের মাঝামাঝিতে ঢাকা সফর করেন জাতিসংঘের শান্তি কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ-পিয়ের লাক্রোয়া। ঢাকা সফরকালে তিনি তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন। তখন তারা মন্ত্রী পর্যায়ের বৈঠক নিয়ে আলোচনা করেন।

প্রসঙ্গত, প্রতি দুই বছর পর পর জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠক হয়ে থাকে। সম্মেলন শান্তিরক্ষার ভবিষ্যৎ নিয়ে আলোচনা এবং সদস্য দেশগুলোর জন্য তাদের রাজনৈতিক সমর্থন প্রকাশ করে থাকে।

২০২৩ সালে জাতিসংঘের শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠক ঘানার আক্রায় অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের প্রস্তুতিমূলক আলোচনা হয়েছিল ঢাকায়।  

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com