মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৭:১২ অপরাহ্ন

চট্টগ্রামে ময়লার স্তূপে মিলল থানা থেকে লুটের ৩টি অস্ত্র

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় একটি ময়লার স্তূপ থেকে দুটি ৯ এমএম পিস্তল ও একটি রিভলভার উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল সোমবার রাতে ডিবির একটি দল অভিযান চালিয়ে এ অস্ত্র উদ্ধার করে। একই সঙ্গে সেখান থেকে ৩০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ডিবির উত্তর ও দক্ষিণ জোনের উপ-কমিশনার হাবিবুর রহমান প্রাং বলেন, পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া পিস্তল দুটি গত ৫ আগস্ট কোতোয়ালি থানার অস্ত্রাগার থেকে লুণ্ঠিত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com