
বলিউড বাদশা শাহরুখ খান আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। আসন্ন ছবি ‘কিং’ থেকে তার নতুন লুক সামনে আসতেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে জোর চর্চা। আজ ৬০ বছরে পা রাখা এই তারকা নতুন ছবিতে একদম ভিন্ন, রাগেড লুকে ধরা দিয়েছেন। অনলাইনে ফাঁস হওয়া কয়েকটি ছবিতে তাকে দেখা গেছে স্টাইলিশ সুয়েড জ্যাকেট, এলোমেলো চুল আর ডার্ক শেডস পরা অবস্থায়। আর এখান থেকেই শুরু তুলনা- শাহরুখের নতুন লুক ব্র্যাড পিটের মতো। খবর বলিউড শাদির।
‘কিং’ ছবির প্রথম ঝলকেই দেখা গেছে শাহরুখকে অ্যাকশন-অবতারে, যা দর্শকদের মনে করিয়ে দিয়েছে ব্র্যাড পিটের আসন্ন ফর্মুলা ১-ভিত্তিক ছবি ‘এফ ১’-এর চরিত্রকে। দু’জনেরই রাফ অ্যান্ড সোফিস্টিকেটেড স্টাইল, বয়সকে হার মানানো ক্যারিশমা-সব মিলিয়ে অনেকে বলছেন, ইফ ব্র্যাড পিট ইজ ‘এফ ১’, এসআরকে ইজ এফ১ প্লাস বলিউড চার্ম!
যদিও অফিসিয়াল টিজার এখনও প্রকাশ পায়নি, ইন্ডাস্ট্রির সূত্রে জানা গেছে ‘কিং’ হবে উচ্চ-অকটেন অ্যাকশন থ্রিলার, যেখানে থাকবে দ্রুতগতির গাড়ি, আন্ডারগ্রাউন্ড রাইভালরি এবং প্রচুর ড্রামা। ফলে অনেকেই মনে করছেন, শাহরুখ যেন ‘হলিউডি’ ফ্রেমে বলিউডের রঙ মিশিয়েছেন।
একজন ভক্ত এক্স (পূর্বে টুইটার)-এ লিখেছেন, এসআরকে লুকস লাইক হি জাস্ট ওয়াকড আউট অব ব্র্যাড পিটস ‘এফ ১’ মুভি – টোটাল বস এনার্জি!
নেটিজেনরা আরও বলছেন, এই ছবির অ্যাকশন দৃশ্যগুলো নাকি হলিউড মানের হবে, যা ভারতীয় সিনেমাকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।
‘কিং’-এর অন্যতম আকর্ষণ শাহরুখ খানের সঙ্গে তার মেয়ে সুহানা খান-এর প্রথম অনস্ক্রিন উপস্থিতি। ‘দ্য আর্চিস’ দিয়ে অভিষেকের পর এবার বাবার সঙ্গে বড় পর্দায় অভিনয় করবেন তিনি। ছবিতে সুহানাকে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে বলে জানা গেছে।
ছবিটি পরিচালনা করছেন সুজয় ঘোষ, যিনি এর আগে ‘কাহানি’ ও ‘বদলা’-র মতো থ্রিলার উপহার দিয়েছেন। প্রযোজনায় আছেন শাহরুখের নিজস্ব প্রোডাকশন হাউস রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং সিদ্ধার্থ আনন্দের মারফ্লিক্স পিকচার্স- যিনি সম্প্রতি ‘ফাইটার’-এর সাফল্য পেয়েছেন।
অভিনয়ে রয়েছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, অর্জাদ ওয়ারসি, অভয় বর্মা ও রানি মুখার্জি।
শিল্পমহলের খবর অনুযায়ী, ‘কিং’ নাকি ফরাসি ক্লাসিক ‘লিওন: দ্য প্রফেশনাল (১৯৯৪)’-এর অফিশিয়াল রিমেক। মূল ছবিতে জ্যঁ রেনো অভিনয় করেছিলেন এক ভাড়াটে খুনির ভূমিকায়, যিনি এক অনাথ কিশোরীকে আশ্রয় দেন (নাটালি পোর্টম্যান)। শাহরুখ নাকি সেই চরিত্রের ভারতীয় সংস্করণে অভিনয় করছেন।
বাংলা৭১নিউজ/জেএস