বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৫:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ

সত্তর বছরে বাবা হলেন ‘গোল্ডেন গ্লোব’ বিজয়ী অভিনেতা

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

সত্তর বছর বয়সে বাবা হয়েছেন ‘গোল্ডেন গ্লোব’ বিজয়ী মার্কিন অভিনেতা কেলসি গ্রামার। তার চতুর্থ স্ত্রী কেট ওয়াশ পুত্রসন্তান জন্ম দিয়েছেন। এ দম্পতি ছেলের নাম রেখেছেন ক্রিস্টোফার। কেলসির এটি অষ্টম সন্তান।

এই তারকা অভিনেতা বাবা হওয়ার খবরে সরগরম নেটদুনিয়া। অনেকেই মন্তব্যে করেছেন অভিনয় জীবনের মতো ব্যক্তিগত জীবনে চমক দিয়েছেন তিনি।

কেলসির চতুর্থ স্ত্রী কেট ওয়াশের বয়স এখন ৪৬ বছর। ২০১১ সালে বিয়ে করেন এই দম্পতি। কেলসি-কেট এর প্রথম সন্তানের (কন্যা) নাম ফেইথ, তার বয়স ১২ বছর। দ্বিতীয় সন্তানের (পুত্র) নাম গ্যাব্রিয়েল, তার বয়স ১০। তৃতীয় সন্তানের (পুত্র) নাম জেমস, তার বয়স ৮ বছর। চতুর্থ সন্তান (পুত্র) ক্রিস্টোফার।

১৯৫৫ সালের ২১ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সেন্ট থমাসে জন্মগ্রহণ করেন কেলসি। ১৯৮২ সালে ডোরিন অল্ডারম্যানকে প্রথম বিয়ে করেন এই অভিনেতা। ১৯৮৩ সালে প্রথম বাবা হন তিনি। দীর্ঘ সত্তরে বছরে ৮ সন্তানের বাবা হয়েছে তিনি। অন্যান্য সন্তানেরা হলেন স্পেন্সার (প্রথম স্ত্রী ডোরিন অল্ডারম্যানের সাথে), গ্রিয়ার (ব্যারি বাকনারের সাথে), এবং ম্যাসন ও জুড (তৃতীয় স্ত্রী ক্যামিল ডোনাটাচির সাথে)।

দীর্ঘ অভিনয় জীবনে কেলসি মোট ছয়টি এমি অ্যাওয়ার্ড জিতেছেন। একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড এবং একটি টনি অ্যাওয়ার্ড (প্রযোজক হিসেবে) পেয়েছেন।

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com