সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন

১২৯ মিটারের বিশাল ছক্কায় নতুন ইতিহাস ডেভিডের 

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

ভারতের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ৫ উইকেটে হেরেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ম্যাচ হারলেও ১২৯ মিটার ছক্কা হাঁকিয়ে টি-টোয়েন্টতে ইতিহাস গড়েছেন টিম ডেভিড।

রোববার (২ নভেম্বর) বেলেরিভ ওভালে  ১৪ রানে ট্রাভিস হেড ও জশ ইংলিস আউট হয়ে গেলে ক্রিজে আসেন টিম ডেভিড। দুর্দান্ত ফর্মে থাকা এই ব্যাটার শুরু থেকেই ভারতীয় বোলারদের উপর ঝড় তোলেন এবং মাত্র ২৩ বলে অর্ধশতক পূর্ণ করেন।

অর্ধশতক হাঁকানোর পথে অক্ষর প্যাটেলকে ডাউন দ্য গ্রাউন্ডে এসে বিশাল এক ছক্কা হাঁকিয়েছেন ডেভিড। স্ট্রেইটে মারা এই ছক্কাটি প্রায় মাঠের বাইরেই চলে যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত ডেভিড বুন স্ট্যান্ডের ওপরের ‘নিনজা স্টেডিয়াম’ সাইনবোর্ডে আঘাত হানে। 

ছক্কাটি ১২৯ মিটার দূরত্ব অতিক্রম করে—যা আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে বড় ছক্কা। ফক্স ক্রিকেটের হিসাবে এটিই সবচেয়ে বড় ছক্কা। ফক্স ক্রিকেটের পরিসংখ্যানবিদের মতে, যদি বলটি সাইনবোর্ডে না লাগত, তবে এটি ১২৯ মিটার দূর পর্যন্ত যেত। 

ফক্স ক্রিকেটের ধারাভাষ্যকার মার্ক হাওয়ার্ড চিৎকার করে বলেন, ওটা তো আমাদের কমেন্টারি বক্সের দিকেই আসছে! সরাসরি ডাউন দ্য গ্রাউন্ডে। প্রায় ডারওয়েন্ট নদীতে গিয়ে পড়ছিল!’ 

ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে দীর্ঘ অফিসিয়াল ছক্কার রেকর্ড ১৫৩ মিটার, যা ২০১৩ সালে এক ওয়ানডেতে পাকিস্তানের শহিদ আফ্রিদি হাঁকিয়েছিলেন। 

বিখ্যাত গাব্বা টেস্টে ব্রেট লির ছক্কাটি ছিল ১৪৩ মিটার, আর ক্রিস লিন বিগ ব্যাশে শন টেইটের বলে গাব্বা ছাড়ানো ১২১ মিটার ছক্কায় তোলপাড় করেছিলেন। এবার ক্রিস লিনকে সরিয়ে জায়গা দখল করছেন ডেভিড।

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com