সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন

এক সময় জন্মদিনের কেক কেনার সামর্থ্য ছিল না: শাহরুখ খান

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

শাহরুখ খানের জন্মদিন যেন ভারতের অন্যান্য উৎসবগুলোর মতোই বিশেষ। দিনটিতে মান্নাতের সামনে ভক্তরা তৈরি করেন জনসমুদ্র। প্রিয় তারকাকে একবার দেখে দেবতা দর্শনের সুখ নিয়ে ঘরে ফেরেন তারা। বিভিন্ন জায়গায় নিজ উদ্যোগে ভক্তরা কেক কেটে শাহরুখের জন্মদিন পালন করেন। অথচ একসময় জন্মদিনের কেক কেনার মতো সামর্থ্যও ছিল না কিং খানের।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিজের ৪৬ তম জন্মদিনে কথাগুলো বলেছিলেন শাহরুখ। সেবার মুক্তি পায় শাহরুখের ‘রা ওয়ান’ সিনেমাটি। ভক্তদের অনেকে ছবির লুকে সেজে এসেছিলেন।

বরাবরের মতোই মান্নাতের বারান্দায় হাজির হন শাহরুখ। সঙ্গে ছিল সন্তান সুহানা ও আরিয়ান। সেই জনসমাগমে নিজের জীবনে সারল্য বজায় রাখার পাশাপাশি শিকড়ের সঙ্গে জুড়ে থাকার প্রসঙ্গ টেনেছিলেন শাহরুখ।

তিনি বলেছিলেন, “আমি অতি সাধারণ একটা পরিবার থেকে এসেছি। আমি আমার ছোটবেলায় কখনও জন্মদিনের কেক কাটা তো দূর, কখনও কোনো বড় পার্টিতে যাওয়ার সামর্থ্যও আমার ছিল না। আর তাই আজও আমি আমার জন্মদিন বরাবরের মতোই সাধারণভাবে কাটাতে চাই। আমার সকল অনুরাগীদের অনেক ধন্যবাদ আমার জীবনের এই দিনটাকে প্রতিবছর এতটা স্পেশাল করে তোলার জন্য।”

আজ ২ নভেম্বর জন্মদিনের প্রথম প্রহর থেকেই ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন শাহরুখ। সহকর্মীরাও জানাচ্ছেন উষ্ণ অভিনন্দন। দিল্লি, কলকাতা, দুবাই, দক্ষিণ ভারত ছাড়াও ভারতের বাইরে থেকে বহু ভক্ত ভিড় জমিয়েছেন মুম্বাইয়ে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com