
বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন প্রতি বছরই ভক্তদের জন্য উৎসবের মতো দিন। বরাবরের মতো আজ রবিবার ভক্তরা সকাল থেকেই মান্নাতের বাইরে জমায়েত হয়েছেন প্রিয় তারকা দেখার আশায়। কিন্তু এবার হঠাৎ এক সিদ্ধান্তে ভক্তদের মধ্যে হতাশার ছায়া নেমে এসেছে। খবর দ্য হিন্দুস্তান টাইমসের।
শাহরুখ নিজেই এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) জানিয়েছেন, প্রিয় সবাই, কর্তৃপক্ষের পরামর্শে আমি সকলকে ব্যক্তিগতভাবে দেখার এবং শুভেচ্ছা জানানোর সুযোগ পাব না। আপনাদের কাছে আন্তরিক ক্ষমাপ্রার্থী, তবে আমাকে জানানো হয়েছে এটি সকলের নিরাপত্তার জন্য জরুরি, বিশেষ করে ভিড় নিয়ন্ত্রণের কারণে। আপনাদের বোঝাপড়ার জন্য ধন্যবাদ। বিশ্বাস করুন, আপনাদের দেখার বাসনা আমি অনেক বেশি অনুভব করছি। আমি সত্যিই আপনাদের সঙ্গে দেখা করার এবং ভালোবাসা ভাগ করার অপেক্ষায় ছিলাম। সকলকে ভালোবাসি…
প্রতি বছর মান্নাতের বারান্দায় দাঁড়িয়ে ভক্তদের সঙ্গে উড়ন্ত চুমু ও নিজের সিগনেচার স্টাইলে শুভেচ্ছা জানান কিং খান। তবে কয়েক মাস হলো তিনি নিজেই মান্নাত ছাড়েছেন এবং বাড়ির মেরামতির কাজ চলছে।
যদিও মেরামতি চলাকালীন শোনা যাচ্ছিল- আজকের দিনে মান্নাতের বারান্দা থেকে সীমিতভাবে ভক্তদের দেখা দিতে পারেন শাহরুখ। পাশাপাশি বান্দ্রার বালগন্ধর্ব রঙ্গমন্দিরেও বিশেষ ভক্তসঙ্গমের আয়োজন করেছে মুম্বাইয়ের শাহরুখ ফ্যান ক্লাব।
দেশের বিভিন্ন প্রান্ত যেমন দিল্লি, কলকাতা, দক্ষিণ ভারত ও দুবাই থেকেও ভক্তরা মুম্বাইয়ে পৌঁছেছেন কিং খানের জন্মদিন উদযাপন করতে। তবে হঠাৎ সিদ্ধান্তে এবার সরাসরি ভক্তসঙ্গমে সীমাবদ্ধতা থাকায় অনেকেই হতাশ।
বাংলা৭১নিউজ/জেএস