বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০২:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

ইন্টারনেটের দাম কমাতে কাজ করছে সরকার : ফয়েজ আহমদ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, ইন্টারনেটের গতি বাড়াতে ও দাম কমাতে সরকার কাজ করছে। ব্যক্তিগত তথ্য সংরক্ষণ আইন ও টেলিকম পলিসি নিয়েও কাজ চলছে।

বুধবার সকালে ‘বায়োটিক ইলেকট্রনিক্স এআই অ্যান্ড রোবোটিকস সামিটে’ তিনি এ কথা বলেন। 

ফয়েজ আহমদ বলেন, জাতীয় এআই পলিসি, ডেটা গভর্নেন্স অ্যাক্ট নিয়েও কাজ চলছে। টেলি কমিউনিকেশন ও আইসিটি আইনও যুগোপযোগী করা হচ্ছে। পেমেন্ট ইকোসিস্টেম নিয়েও কাজ করবে সরকার।

ন্যাশনাল এপিআই হাব তৈরি করা হবে জানিয়ে তিনি বলেন, ক্লাউড সক্ষমতা বৃদ্ধিতেও কাজ চলছে। এখন সরকারি অফিসে অনলাইনে আবেদন করে ডাউনলোড কপি নিয়ে যেতে হয়, এটা ডিজিটালাইজেশন নয়।

সিটি করপোরেশনের ফ্রন্ট ডেস্ককে সক্রিয় করতে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, অন্তর্বর্তী সরকার এসব কাজ শুরু করছে। 

পরবর্তী সরকার এসব কার্যক্রম এগিয়ে নিয়ে যাবে বলেও আশাবাদী তিনি।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com