বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৮:৩৯ অপরাহ্ন

দামেস্কে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘকে পদক্ষেপের আহ্বান সিরিয়ার

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

রাজধানী দামেস্কে অবস্থিত সিরিয়ার সামরিক সদর দপ্তরে গতকাল বুধবার ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে সিরিয়ার সরকার। দেশটি ইসরায়েলের এমন হামলাকে জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছে।

বৃহস্পতিবার (১৭ ‍জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চীনের বার্তা সংস্থা সিনহুয়া। 

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দামেস্ক ও আশেপাশের এলাকায় বেসামরিক অবকাঠামো এবং সরকারি প্রতিষ্ঠান লক্ষ্য করে ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন এবং ব্যাপক বস্তুগত ক্ষতি হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, এই হামলাগুলো ইসরায়েলের ‘ক্রমবর্ধমান নীতি’ এবং সিরিয়া ও বৃহত্তর অঞ্চলকে অস্থিতিশীল করার চলমান প্রচেষ্টাকে প্রতিফলিত করে। ইসরায়েলের এমন হামলা জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন।।

বিবৃতিতে আরো বলা হয়েছে, এই বিপজ্জনক উত্তেজনার জন্য সিরিয়া ইসরায়েলকে সম্পূর্ণরূপে দায়ী করছে। সিরিয়া আন্তর্জাতিক আইনের অধীনে অনুমোদিত সকল উপায়ে আত্মরক্ষার বৈধ অধিকার প্রয়োগ করবে।

বিবৃতিতে জাতিসংঘ এবং নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে সিরিয়ার ভূখণ্ডে বারবার ইসরায়েলি হামলার নিন্দা জানাতে এবং ইসরায়েলের বারবার আন্তর্জাতিক আইন লঙ্ঘন বন্ধ করার জন্য ‘জরুরি ও সিদ্ধান্তমূলক ব্যবস্থা’ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

বুধবার রাতে, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে একটি বিবৃতি জারি করেছেন।

গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে বলেন, “মহাসচিব সুইদা, দারা এবং দামেস্কের কেন্দ্রস্থলে ইসরায়েলের তীব্র বিমান হামলার পাশাপাশি গোলান মালভূমিতে ইসরায়েলি সামরিক বাহিনীর তৎপরতা বৃদ্ধির নিন্দা জানাচ্ছেন।”

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুয়েইদা প্রদেশে দ্রুজ জনগোষ্ঠীর সঙ্গে দেশটির সেনাবাহিনীর সংঘর্ষ চলছে। দ্রুজরা সরকারবিরোধী হিসেবে পরিচিত।

ইসরায়েল বলছে, দ্রুজ সংখ্যালঘুদের রক্ষা এবং উত্তর সীমান্তের নিরাপত্তা হুমকি প্রতিরোধেই তারা সিরিয়ায় হামলা চালাচ্ছে।

দামেস্কে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে তুরস্কও। বুধবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ১৪ বছরের যুদ্ধের পর সিরিয়ার পুনর্গঠনের প্রচেষ্টা ইসরায়েল নস্যাৎ করতে চাইছে।

তুরস্কের বিবৃতিতে আরো বলা হয়েছে, সিরিয়ার জনগণের শান্তিপূর্ণভাবে বসবাস ও বিশ্ব সমাজে একীভূত হওয়ার ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে। সব পক্ষের উচিত সিরিয়ার সরকারের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে সহায়তা করা।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com