বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন

ধর্মে মনোযোগী হয়েছেন মিমি চক্রবর্তী

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী কুকুরকে সন্তানের মতো ভালোবাসেন- মিডিয়ার কল্যাণে সেই গল্প প্রায় সবারেই জানা। কিন্তু জানেন? প্রাণীর প্রতি ভালোবাসা থেকে মাছ, মাংস খাওয়া ছেড়েছেন এই নায়িকা! তিনি ধর্মীয় রীতি-নীতি পালনেও আগের চেয়ে আরও বেশি মনোযোগী হয়েছেন।

পুরাণ অনুযায়ী, শ্রাবণ মাসকে বলা হয় শিবের মাস। হিন্দু শাস্ত্র অনুযায়ী, যারা শিবের ভক্ত তারা সোমবার শিবলিঙ্গে জল ঢেলে পুজা করেন এবং নিরামিষ খান। পুরো শ্রাবণ মাসজুড়ে যারা প্রতি দিন পুজা করতে পারেন না তারা অন্তত শ্রাবণ মাসের চারটি সোমবার নিয়ম পালনের চেষ্টা করেন। 

শ্রাবণ মাস শুরু হওয়ার আগেই সোমবারে  মন্দিরে গিয়ে শিব পুজা দিয়েছেন মিমি চক্রবর্তী। সাদা সালোয়ার-কামিজ পরে মন্দিরে গিয়েছিলেন এই নায়িকা। রঙিন ফুলের গুচ্ছ। এ দিন তিনি নিষ্ঠাভরে শিবলিঙ্গ দুধ দিয়ে গোসল করান। শিবলিঙ্গ সাজিয়ে দেন ধুতরা ফুলে। এবং পাঁচ রকম ফল দান করেন দেবতার উদ্দেশ্যে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য, ‘ টলিউড জানে মিমির শিবভক্তির কথা। পশুপ্রেম এবং স্রষ্টাভক্তির কারণে তিনি আমিষ খাবার ছেড়েছেন। মিমি মাছ, মাংস খান না! তার বাড়িতেও শিব লিঙ্গ রয়েছে। প্রতি শিবরাত্রিতে সেখানে পুজা দেন। পাশাপাশি, মন্দিরেও যান। এ ছাড়া, তার হাতে রয়েছে নৃত্যরত নটরাজের উল্কি।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com