সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ

পাউবো’র নতুন মহাপরিচালক হলেন মোঃ এনায়েত উল্লাহ

বাংলা৭১নিউজ,ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৩০৩ বার পড়া হয়েছে
পাউবো’র নতুন মহাপরিচালক মোঃ এনায়েত উল্লাহ

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র নতুন মহাপরিচালক হলেন মোঃ এনায়েত উল্লাহ। আগামীকাল সোমবার বিকালে তিনি এই পদের দায়িত্ব বুঝে নেবেন।

গত বৃহস্পতিবার পানি সম্পদ মন্ত্রনালয় তাকে মহাপরিচালক পদে পদোন্নতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন এবং আজ রবিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন মহাপরিচালক মোঃ এনায়েত উল্লাহ বিদায়ী মহাপরিচালক প্রকৌশলী এ কে এম তাহমিদুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন।

মহাপরিচালক পদে পদোন্নতি পাওয়ার পূর্বে জনাব মোঃ এনায়েত উল্লাহ অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব রিজিয়ন) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই পদে তিনি তিনি ২০২৪ সালের ১৭ জানুয়ারি যোগদান করেন। এছাড়াও তিনি পানি উন্নয়ন বোর্ডের পরিকল্পনা, ডিজাইন এবং অন্যান্য উইং এর সাথেও জড়িত. ছিলেন।

পাউবোতে তিনি একজন চৌকষ ও মেধাবী প্রকৌশলী হিসাবে পরিচিত।

জনাব এনায়েত উল্লাহ পাবনা সদরে জন্মগ্রহণ করেন। তিনি খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে পাশ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত । তার স্ত্রী এবং এক মেয়ে ও এক ছেলে রয়েছে। মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করেন। আর ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএ-তে চতুর্থ বর্ষের ছাত্র।

তিনি পেশাগত কাজে বিভিন্ন দেশ সফর করেছেন।

বাংলা৭১নিউজ/এসএইচবি

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com