বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন

সাবেক এমপি নদভীর পিএস গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে চট্টগ্রাম-১৫ আসনের সাবেক এমপি আবু রেজা মো. নদভীর ব্যক্তিগত সহকারী (পিএস) মো. রাসেল উদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১২ জুলাই) রাতে নগরের কোতোয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার রাসেল সাতকানিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌরসভা যুবলীগের সহ-সভাপতি ছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

কোতোয়ালী থানার ওসি আব্দুল করিম জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি হিসেবে রাসেল উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হচ্ছে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com