মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্র যৌক্তিক শুল্ক নির্ধারণ করবে: বাণিজ্য উপদেষ্টা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে কাজ করতে চান সৌদির নতুন রাষ্ট্রদূত বর্তমান সরকারের আমলেই জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে: আসিফ নজরুল দূর্নীতিতে ডুবতে বসেছে পাউবো, কোটি টাকার তেল আত্মসাত জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে রাজধানীতে রিকশা র‌্যালি বিএনপি এখন চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে: নাহিদ ইসলাম বাহক নয়, মাদকের সঙ্গে জড়িত গডফাদারদের ধরতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ৬৪ জেলায় শুরু হচ্ছে ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভের’ কাজ: সংস্কৃতি উপদেষ্টা সাংবিধানিকভাবে সমতার মর্যাদায় নারীকে অধিষ্ঠিত করা দরকার বিএনপি নেতৃত্বের চরিত্রহননের চেষ্টা হচ্ছে : ফখরুল

ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা পৌর এলাকার ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ভাঙ্গা উপজেলা প্রশাসন। এক্সপ্রেসওয়ের ভাঙ্গা বাসস্ট্যান্ড ও ভাঙ্গা ইন্টারচেঞ্জ এলাকায় সড়কের উপরে ও পাশে থাকা অবৈধ  দোকান ও যাত্রীছাউনীর মধ্যে দখলে থাকা বিভিন্ন বাসের অবৈধ কাউন্টার অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয়।

আজ সোমবার (৩০ জুন) দুপুর ১২ টা থেকে দেড়টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান ও ভাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া।

এ সময় ভাঙ্গা থানা, ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ, ভাঙ্গা পৌরসভা এবং সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। উচ্ছেদ অভিযানে অবৈধভাবে গড়ে ওঠা ৪০টির বেশি দোকান ও বেশ কয়েকটি অবৈধ বাস কাউন্টার উচ্ছেদ করা হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, ঈদের আগেই মহাসড়কের পাশ দিয়ে গড়ে ওঠা ফুটপাত দখলমুক্ত করতে সড়ক ও জনপদ এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছিল। এ সময় মাইকেও প্রচারণা চালানো হয়।

কিন্তু সেসব নির্দেশনা অমান্য করে অবাধে মহাসড়কের পাশে ফুটপাত, দোকান ও যাত্রিছাউনী দখল করে অবৈধভাবে বাস কাউন্টার তৈরি করা হয়েছিল। মানুষের জান-মালের নিরাপত্তার স্বার্থে ভবিষ্যতে মহাসড়কে এমন অভিযান অব্যাহত থাকবে। এতে আইন অমান্যকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com