লক্ষ্মীপুরের রায়পুরে হজরত আলী গাজী (৭৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় তার ছেলে মামুনকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (৩০ জুন) র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে, গত রাতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, গত ১১ জনু রাতে হজরত আলী গাজীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই নুর হোসেন গাজী বাদী হয়ে মামুনকে আসামি করে রায়পুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু জানান, মামুন মাদকসেবী। মাদকের টাকার জন্য প্রায়ই তিনি তার বাবার সঙ্গে ঝগড়া করতেন।
ঘটনার রাতে মামুন তার বাবার কাছে মাদক কেনার টাকা চাইলে তিনি অপারগতা প্রকাশ করেন। এর জেরে হজরত আলী গাজী কুপিয়ে পালিয়ে যান মামুন। স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মামলা দায়েরের পর থেকেই আসামিকে গ্রেপ্তারে অভিযান শুরু করে র্যাব। রবিবার রাতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের সামনে থেকে মামুনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। তাকে রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ