বাংলা৭১নিউজ,ডেস্ক: ক্যান্সারের ঝুঁকিতে থাকা মানুষদের জন্য সুখবর দিলো একজন রুশ ক্যান্সার বিশেষজ্ঞ। ওশ স্টেট মেডিকেল ইউনিভার্সিটির শিক্ষক ডা. গুপ্তপ্রসাদ রেড্ডি (বি ভি) বলছেন, ‘ক্যান্সার এখন আর মরণব্যাধি নয়, মানুষ চাইলেই এ রোগে থেকে বাঁচতে পারে।’ ক্যান্সার আক্রান্তদের বেশিরভাগই উদাসীনতার কারণে মারা যায় বলে উল্লেখ করেন তিনি।
ক্যান্সার থেকে বাঁচতে দুটি উপায় বাতলে দিয়েছেন ডা. বি ভি। তারে মতে উপায় তিনটি অনুসরণ করলেই উধাও হয়ে যাবে ক্যান্সার। তাহলে চলুন জেনে নেয়া যাক, উপায়গুলো কি কি…
এক. প্রথমটি হচ্ছে, সব ধরনের সুগার (চিনি) খাওয়া বাদ দিতে হবে। কারণ, সুগার না পেলে শরীরে থাকা ক্যান্সারের সেলগুলো প্রাকৃতিকভাবেই ধ্বংস হয়ে যাবে।
দুই. দ্বিতীয়টি হচ্ছে, গরম পানি দিয়ে লেবুর শরবত পান করতে হবে। টানা তিন মাস প্রতিদিন সকালে খাবারের আগে খালি পেটে এক গ্লাস করে লেবুর শরবত পান করলে ক্যান্সার ধ্বংস হবে।
তিন. আর তৃতীয়টি হচ্ছে, প্রতিদিন সকালে ও রাতে তিন চা চামচ পরিমাণ অর্গানিক নারিকেল তেল খাওয়া। এতে ক্যান্সার সেরে যাবে।
রেডিট জানিয়েছে, মেরিল্যান্ড কলেজ অব মেডিসিনের একটি গবেষণায় দেখা গেছে, ক্যান্সারের কেমোথেরাপির চেয়ে এ সব উপায় অবলম্বন করলে হাজারগুণ ভালো ফল পাওয়া যায়। গত পাঁচ বছর ধরে ক্যান্সার সম্পর্কে সচেতন করতে এ কথাগুলোই বলে আসছেন ডা. গুপ্ত প্রসাদ। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তা প্রচারিতও হয়ে আসছে।
এ ব্যাপারে ডা. গুপ্তপ্রসাদ বলেছেন, ‘আমি আমার কাজটি করেছি। এবার আপনি আপনার কাজটি করুন। প্রত্যেকে আশেপাশের মানুষদের এ ব্যাপারে সচেতন করলে ক্যান্সার থেকে খুব সহজেই রক্ষা পাওয়া সম্ভব।’
বাংলা৭১নিউজ/জেড এইচ