২০২৩ সালে তেলসমৃদ্ধ উপসাগরীয় দেশগুলোর জোট—জিসিসি, দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০ দেশের সংগঠন আসিয়ানের সপ্তম বৃহত্তম বাণিজ্য অংশীদার হিসেবে উঠে এসেছে। একই বছর দুই পক্ষের মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ১৩০.৭ বিলিয়ন মার্কিন ডলার।
আজকের আসিয়ান-জিসিসি সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম এই তথ্য তুলে ধরেন। তিনি বলেন, এই সংখ্যা শুধু পরিসংখ্যানই নয় বরং দুই অঞ্চলের মধ্যকার বাড়তে থাকা আস্থা ও দীর্ঘমেয়াদি অংশীদারত্বের প্রতিফলন।
প্রধানমন্ত্রী আরও বলেন, চলমান বৈশ্বিক চ্যালেঞ্জের মধ্যেও আসিয়ান ও জিসিসির মধ্যে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলা এখন সময়ের দাবি। এই সম্পর্ক শুধু বাণিজ্যে সীমাবদ্ধ না থেকে বিনিয়োগ, জ্বালানি, নিরাপত্তা, শিক্ষা ও সংস্কৃতি—সব ক্ষেত্রেই বিস্তৃত হচ্ছে।
আসিয়ান ও জিসিসির মধ্যে ২০২৪ থেকে ২০২৮ সাল পর্যন্ত একটি যৌথ সহযোগিতা কাঠামো গ্রহণ করা হয়েছে, যার মাধ্যমে দুই অঞ্চলের সম্পর্ক আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে।
বাংলা৭১নিউজ/এসএইচ