শুক্রবার, ২৩ মে ২০২৫, ১২:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

শেরপুর সীমান্তে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে দুইজনের মৃত্যু

শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নে বন্য হাতির আক্রমণে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) রাতে দেড় ঘণ্টার ব্যবধানে গজনী দরবেশতলায় পৃথক দুটি স্থানে এ ঘটনা ঘটে।

প্রথম ঘটনাটি ঘটে রাত ১২টার দিকে। নিহত আকাশ মিয়া (৪০) গান্ধিগাঁও গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আকাশ রাতের বেলায় বাড়ির বাইরে ছিলেন। এ সময় পার্শ্ববর্তী বনাঞ্চল থেকে একটি বন্য হাতি লোকালয়ে চলে এসে হঠাৎ আক্রমণ চালায়। আকাশ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দ্বিতীয় ঘটনায় দেড় ঘণ্টা পর একই এলাকায় বন্য হাতির আরেকটি আক্রমণে এফিলিস মারাক (৫২) নামে এক আদিবাসী নিহত হন। তিনি বড় গজনী গ্রামের সোহান মারাকের ছেলে।

দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বন বিভাগ। রাংটিয়া রেঞ্জের বন কর্মকর্তা আব্দুল করিম জানিয়েছেন, নিহতদের পরিবারকে বন বিভাগের পক্ষ থেকে আইনগতভাবে আর্থিক সহায়তা দেওয়া হবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com