বাংলা৭১নিউজ, ডেস্ক: পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের নির্বাচিত অংশ পাক সেনাবাহিনী কাঁটাতারের বেড়া দেয়ার কাজ আবার শুরু করেছে। একাধারে চারদিন বন্ধ থাকার পর শুক্রবার সন্ধ্যায় তোরখাম সীমান্ত পথ পুনরায় চালু হওয়ার একদিন পরই বেড়া দেয়ার কাজ আবার শুরু করে পাকিস্তান।
পাকিস্তানের সংবাদ মাধ্যম আজ রোববার এ খবর দিয়েছে।
পাকিস্তানের আধা সামরিক বাহিনী ফ্রন্টিয়ার কোর বা এফসি’র মহাপরিদর্শক মেজর জেনারেল মাজহার শাহিন সীমান্ত এলাকা সফর এবং সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।
এর আগে পাক-আফগান অভিন্ন সীমান্তের কিছু অংশে কাঁটাতারের বেড়া দেয়ার ঘটনাকে কেন্দ্র করে এ উত্তেজনা দেখা দিয়েছিল।
অবৈধভাবে যাতায়াত বন্ধে অভিন্ন সীমান্তের কিছু কিছু অরক্ষিত এলাকায় কাঁটাতারের বেড়া দেয়ার কাজ শুরু করেছিল পাকিস্তান। আর এর পরিপ্রেক্ষিতে দেশ দু’টি সীমান্তে ট্যাংক ও সাঁজোয়া যান এবং বাড়তি সেনা মোতায়েন করেছিল।
এ উত্তেজনাকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সীমান্তপথ এক নাগাড়ে চারদিন বন্ধ ছিল। পাক সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফের সঙ্গে ইসলামাবাদের আফগান রাষ্ট্রদূত ড. হজরত ওমর জাখিলওয়ালের বৈঠকের পর এ সীমান্ত পথ খুলে দেয়া হয়।
বাংলা৭১নিউজ/পার্স টুডে