সিরিয়ার পূর্ব দেইর ইজ-জোর প্রদেশের আল-মায়াদিন শহরের একটি পুলিশ স্টেশনে গাড়িবোমা বিস্ফোরণে তিনজন সিরিয়ান নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। এ হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন।
রবিবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে রাষ্ট্র পরিচালিত সিরিয়ান আরব নিউজ এজেন্সি (সানা)।
স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণটি একটি গাড়িবোমার মাধ্যমে ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র জানায়, বিস্ফোরণে তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
ঘটনার পেছনের পরিস্থিতি এখনও অস্পষ্ট এবং এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
আল-মায়াদিন জেলার প্রধান খালিল আবদেল মোনিজ আল-আয়্যুব জানান, প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে এটি একটি গাড়িবোমা হামলা। তিনি বলেন, বিস্ফোরণে তিনজন সাধারণ নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
আল-আয়্যুব আরও বলেন, বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে এবং তদন্ত শুরু করে। তিনি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিশ্রুতি দেন।
২০২৪ সালের ডিসেম্বর মাসে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসন পতনের পর দেইর ইজ-জোরের দক্ষিণাঞ্চল নতুন প্রশাসনের নিয়ন্ত্রণে আসে, তবে উত্তরাঞ্চল এখনও সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ)-এর নিয়ন্ত্রণে রয়েছে।
প্রায় ২৫ বছর ধরে সিরিয়ার নেতৃত্ব দেয়া আসাদ ২০২৪ সালের ৮ ডিসেম্বর রাশিয়ায় পালিয়ে যান, যার মাধ্যমে ১৯৬৩ সাল থেকে ক্ষমতায় থাকা বাথ পার্টির শাসনের অবসান ঘটে।
সূত্র: আনাদোলু এজিন্স
বাংলা৭১নিউজ/এসএইচ