প্রবল বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিশুর দুটি জেলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে এক শিশু ও দুইজন নারী রয়েছেন। শিশুটির মরদেহ শনিবার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে বলে দেশটির সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন।
মোগাদিশুর মেয়রের মুখপাত্র সালেহ হাসান বলেন, আমরা এখন পর্যন্ত নিশ্চিত হয়েছি যে অন্তত সাতজন নিহত হয়েছেন। যার মধ্যে দুজন নারী রয়েছেন। এই বৃষ্টিতে নয়টি ঘর ধসে পড়েছে এবং ২০০টি পরিবারের ঘরে পানি ঢুকে গেছে।
তিনি আরও বলেন, বৃষ্টির কারণে রাজধানীর ছয়টি প্রধান সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে, যার মরদেহ শনিবার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা নুরাদিন মোহাম্মদ বলেন, আমি আশা করছিলাম পানি তাকে বাইরে বের করে দেবে, কিন্তু তেমনটা হয়নি। আজ সকালে আমার বন্ধুরা হাতুড়ি ও ফাওড়া নিয়ে এসে সহায়তা করে, আমরা তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হই। সূত্র: রয়টার্স
বাংলা৭১নিউজ/এসএস