সচিবালয়ে সরকারি কর্মচারীর নিয়ম ভঙ্গ করে যারা অন্যায়সহ ফ্যাসিবাদের হাতকে শক্তিশালী করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ রবিবার সকালে সাভারে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থেকে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদ শাকিল হোসেনের নামে চত্বর ও শহীদ আবির আশরাফুল্লাহর নামে লাইব্রেরি উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠান শেষে সচিবালয়ে সরকারি কর্মচারীদের নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ‘যার বিরুদ্ধে অন্যায় করার অভিযোগ আছে, সরকারি বিধি যারা ভঙ্গ করেছেন, বাংলাদেশের মানুষের অধিকারকে খর্ব করে যারা ফ্যাসিবাদের হাতকে যারা শক্তিশালী করেছেন, এ কাজে যারা নিজেদের নিয়োজিত করেছেন, অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।
অনেক অফিসে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সামনে এটা আরও দৃশ্যমান দেখবেন। আমরা এটা করছি, কিন্তু আমরা কারো প্রতি অন্যায় করছি না। আমরা নির্দিষ্ট অভিযোগ পেলেই আমরা এ কাজগুলো করছি।’
শফিকুল আলম বলেন, ‘জুলাই আন্দোলনের শহীদেরা আমাদের যে পথ দেখিয়েছে আমরা যেন এই পথ থেকে বিচ্যুত না হই। আমরা যেন জাতিকে একটা সুন্দর নির্বাচন উপহার দেই, আমরা যেন জাতিকে একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া উপহার দেই, এবং তারা (শহীদেরা) যে প্রত্যাশা করতেন- বাংলাদেশে কোনোদিন ভোট চুরি হবে না, বাংলাদেশে কোনোদিন দুর্নীতির ঠাই হবে না, কিংবা বাংলাদেশে এমন কোনো ব্যবস্থা দাড় হবে না, যেখানে কয়েকজন মানুষ আমাদের দৈত্য দানব হয়ে তাদের প্রজা বানিয়ে ফেলবে, এরকম ব্যবস্থা যেন না হয়। তারা যে পথ দেখিয়েছে আমরা সেই পথেই চলতে চাই।’
বাংলা৭১নিউজ/এসএইচ