ড্র করলেই যথেষ্ঠ হতো বাংলাদেশের মেয়েদের; প্রথম সুযোগেই চলে যেতে পারতো ২০২৬ সালে অনুষ্ঠিতব্য এএফসি নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে। কিন্তু আফঈদা খন্দকাররা পারেননি দক্ষিণ কোরিয়ার কাছ থেকে এক পয়েন্ট আদায় করতে। উল্টো ৬-১ ব্যবধানে হেরে নিজেদের অসহায়ত্ব দেখিয়েছে লাল-সবুজের মেয়েরা। ৯ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে প্রথম সুযোগেই বয়সভিত্তিক মহাদেশীয় টুর্নামেন্টের মূল পর্বে চলে গেছে কোরিয়া।
বাংলাদেশের এখনো সুযোগ রয়েছে। ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের রানার্স-আপ বাংলাদেশ আরেকটি সুযোগ পাবে মূল টুর্নামেন্টে খেলার জন্য নিজেদের যোগ্য প্রমাণ করার।
চলতি বাছাইপর্বের ৮টি গ্রুপের সবগুলো রানার্স-আপ দল খেলবে আরেকটি কোয়ালিফায়ার। সেখানে ৮ দলের প্রতিযোগিতায় সেরা তিনে থাকতে হবে আফঈদাদের। তাহলেই প্রথমবারের মতো ২০২৬ নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে যেতে পারবে বাংলাদেশ।
বাংলা৭১নিউজ/এসএইচ