বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-চীনের সাংস্কৃতিক বন্ধন নতুন উদ্যম সৃষ্টি করবে: সংস্কৃতি উপদেষ্টা ৬০ টাকা কেজির চাল খাদ্যবান্ধবে ১৫ টাকায় পাওয়া যাবে : খাদ্য উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে মালয়েশিয়ার শীর্ষ ব্যবসায়ী বুকহারির সাক্ষাৎ কোনো ব্যক্তি বা দলের কথায় নির্বাচন বন্ধ হবে না : অর্থ উপদেষ্টা জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে আমরা প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিলো ইউকেএম ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে পুতিন ও কিমের ফোনালাপ ১৭ আগস্ট অবসর! বিতর্কিত পানি সচিবকে নিয়ে সরকার কেন এতটা পথ হাঁটলো? তরুণদের সামরিক ট্রেনিং করাতে হবে : নাহিদ ইসলাম ভোট দিলে ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে: তারেক রহমান

কক্সবাজারে এক হাজার ৩২১ কোটি টাকার মাদক ধ্বংস

কক্সবাজার প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার রিজিয়নের অধীনে জব্দ হওয়া ১,৩২১ কোটি ৯০ লাখ ৫৯ হাজার ১১৬ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) সকাল ১১টায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর প্রশিক্ষণ মাঠে এসব মাদক ধ্বংস করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আকছার খান, র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান, বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন, পুলিশ সুপার সাইফুদ্দিন শাহীন এবং কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীদুল আলম।

ধ্বংস হওয়া মাদকের মধ্যে রয়েছে- ২ কোটি ৩৩ লাখ ৯৪৯ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪০ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ৬১,৪৯১ ক্যান বিয়ার, ২২,১৫৫ বোতল বিভিন্ন প্রকার মদ, ৮০০ পিস ট্যাবলেট, ৩,৩৭,৬৪২ প্যাকেট সিগারেট, ১৬৯ বোতল ফেন্সিডিল, ১,৭৯৯.৩ লিটার বাংলা মদ, ৪.৪০৫ কেজি কোকেন, ৫২.৮০০ কেজি গাঁজা, ২৫.৯৯৮ কেজি হেরোইন, ৪ কেজি আফিম, ১৯২ ক্যান এনার্জি ড্রিংকস, ৫৪০ কৌটা বার্মিজ জদ্দা এবং ২ বোতল হুইস্কি।

বিজিবি সূত্রে জানা গেছে, চলতি বছরের প্রথম ৭ মাসে ২,২১৬ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এর মধ্যে থানায় হস্তান্তর করা হয়েছে ৮৯৫ কোটি ৩ লাখ ৭৩ হাজার টাকার মাদক ও গ্রেফতার করা হয়েছে ২,৬৯৩ জন কারবারিকে। বাকি ১,৩২১ কোটি টাকার মাদক বুধবার ধ্বংস করা হলো।

বাংলা৭১নিউজ/জেসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com