এই মাসের শুরুতে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে কয়েকজন দ্রুজ নাগরিক জানান, তারা শুধু শারীরিক আক্রমণের ভয়েই নয়, বরং নতুন সরকার তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে কি না, তা নিয়েও উদ্বিগ্ন। সাম্প্রতিক সময়ে সিরিয়ার শিয়া মতাবলম্বী আরো একটি সংখ্যালঘু গোষ্ঠী—আলাউই সম্প্রদায়ের শত শত মানুষও সহিংসতায় প্রাণ হারিয়েছেন। এমনকি রাজধানী দামেস্কের একটি চার্চেও হামলা হয়েছে, যাতে উপাসনারত অনেকেই নিহত হন।
এদিকে পশ্চিমা দেশগুলো সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগ নিচ্ছে। এই মাসে যুক্তরাষ্ট্র এইচটিএসকে বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে সরিয়ে নিয়েছে। পাশাপাশি, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি সিরিয়া সফর করেছেন। গৃহযুদ্ধ শুরুর পর এই প্রথম কোনো ব্রিটিশ মন্ত্রী সিরিয়া সফর করলেন।
সূত্র : বিবিসি
বাংলা৭১নিউজ/এসএইচ